HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রথম অধ্যায় হ্যান্ড নোট

HSC পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি উন্নতম শাখা। এই শাখায় পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও যারা বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে তাদের জন্য এটি একটি জটিল Subject।
এইস এস সি শিক্ষার্থীদের জন্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে পদার্থবিজ্ঞান ১ম পত্র থেকে প্রথম অধ্যায়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব।
জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের সাজেশন।
তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের সাজেশন ক্লাস পদার্থবিজ্ঞানের।

অধ্যায় পরিচিতি
HSC পদার্থবিজ্ঞান প্রথম পত্র ১ম অধ্যায়ের নাম ভৌতজগৎ ও পরিমাপ। ভৌত জগতের বৈচিত্র্য উপলদ্ধি করার দু’টি চমৎকার উপায় রয়েছে।
১. ভৌত জগৎকে ক্ষুদ্র হতে ক্ষুদ্রতরভাবে দেখা
২. ভৌত জগৎকে বৃহৎ হতে বৃহত্তরভাবে দেখা।
নিচে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। আশা করি সকল ছাত্রছাত্রী এই বিষয়ে উকৃত হবেন।
>> পদার্থবিজ্ঞান ১ম পত্র অধ্যায়-২
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১. স্বীকার্য কী?
উত্তর: কোন বৈজ্ঞানিক তত্ত্ব একটি সার্বিক বিবৃতির মাধ্যমে স্বীকার করে নিলে তাকে স্বীকার্য বলে।
প্রশ্ন ২. পরম শীতলতা কী?
উত্তর: পরম শীতলতা হল সেই তাপমাত্রা যে তাপমাত্রায় স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, পদার্থের তাপশক্তি শূন্য হয় এবং পদার্থের মৌলিক কণাগুলোর কোন কম্পন জনিত শক্তি থাকে না।
প্রশ্ন ৩. লব্ধ একক কাকে বলে?
উত্তর: মৌলিক একক হতে যে একক পাওয়া যায় তাকে লব্ধ একক বলে।
আরো পড়ুন>> এইচএসসি রসায়ন ১ম পত্র প্রথম অধ্যায় হ্যান্ড নোট
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
নিচে অনুধাবনমূল প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো-
প্রশ্ন ১. অবিন্যস্ত ত্রুটি ব্যাখ্যা করো।
উত্তর: আমরা যখন কোন রাশি একাধিকবার পরিমাপ করি, তখন প্রাপ্ত মান কখনো প্রকৃত মান থেকে কম আবার কখনো বেশি হতে পারে। এমনকি এ কম বা বেশি হওয়ার মানও ভিন্ন হতে পারে। এ ধরনের ত্রুটিকে অবিন্যস্ত ত্রুটি বলে।
প্রশ্ন ২. বীট ব্যাখ্যা করো।
উত্তর: ভিন্ন কম্পাঙ্কের দুটি তরঙ্গ একই সময়ে একই সরলরেখায় একই দিকে একই বেগে নিরবচ্ছিন্নভাবে সঞ্চালিত হতে থাকলে তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্যের জন্য গতি পথের কোনো বিন্দুতে সময়ের সাথে দশা পার্থক্য পরিবর্তিত হতে থাকবে। ফলে তরঙ্গদ্বয় কখনো সমদশায় আবার কখনো বিপরীত দশায় মিলিত হবে।
সুতরাং লব্ধি তরঙ্গের বিস্তার কখনো বৃদ্ধি পাবে আবার কখনো হ্রাস পাবে। শব্দ তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্কের পার্থক্য কম হলে শব্দ পর্যায়ক্রমে জোরে ও আস্তে শোনা যায়। একে বীট বা স্বরকম্প বলে।
প্রশ্ন ৩. শূন্য ত্রুটি বলতে কি বুঝ?
উত্তর: স্লাইডক্যালিপার্স বা স্ফেরোমিটারের ক্ষেত্রে, যদি প্রধান স্কেলের শূন্য দাগ, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে না মিলে, তবে তাকে শূন্য ত্রুটি বলে।
2 Comments on “HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রথম অধ্যায় হ্যান্ড নোট”