HSC Biology ১ম পত্র প্রথম অধ্যায় সাজেশন

HSC Biology

HSC Biology ১ম পত্র প্রথম অধ্যায় সাজেশন

জীববিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা। জীববিজ্ঞানের যে শাখায় জীব এবং জীবন নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে।

আজকের এই প্রতিবেদনে HSC Biology প্রথম পত্র থেকে ১ম অধ্যায়ের সাজেশণ দেওয়া হবে। HSC Biology ১ম পত্র প্রথম অধ্যায় সাজেশন

HSC Biology
HSC Biology ১ম পত্র প্রথম অধ্যায় সাজেশন

অধ্যায় পরিচিতি

HSC Biology ১ম পত্র প্রথম অধ্যায় এর নাম কোষ ও এর গঠন। HSC Biology ১ম পত্র প্রথম অধ্যায় সাজেশন।

আরো পড়ুন>> এইচএসসি রসায়ন ১ম পত্র প্রথম অধ্যায় হ্যান্ড নোট

সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. ফ্রুটবডি কী?

উত্তর: Agaricus এর যে দেহাংশ মাটির উপরে দেখা যায় তাই ফ্রুটবডি।

প্রশ্ন ২. সোরাস কী?

উত্তর: Pteris উদ্ভিদের স্পোরাঞ্জিয়াম গুচ্ছই হলো সোরাস।

প্রশ্ন ৩. নিউক্লিক অ্যাসিড কী?

উত্তর: অসংখ্য নিউক্লিওটাইড পলিমার সৃষ্টির মাধ্যমে যে অ্যাসিড তৈরি করে তাই হলো নিউক্লিক অ্যাসিড।

প্রশ্ন ৪. জিন কী?

উত্তর: জিন হলো ক্রোমোসোমের লোকাসে অবস্থিত DNA অণুর সুনির্দিষ্ট অংশ, যা জীবের একটি নির্দিষ্ট কার্যকরী সংকেত আবদ্ধ করে রাখে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে কোষের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়।

প্রশ্ন ৫. এনজাইম কী?

উত্তর: যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যামান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে তাই হলো এনজাইম।

প্রশ্ন ৬. একক পর্দা কী?

উত্তর: প্লাজমামেমব্রেনে প্রোটিন-লিপিড-প্রোটিন অনুস্তর দিয়ে গঠিত ত্রিস্তরী পর্দাই হল একক পর্দা।

প্রশ্ন ৭. মাশরুম কী?

উত্তর: যে সকল ছত্রাকের মাংসল ও ভক্ষণযোগ্য ফ্রুটবডি থাকে তারাই হলো মাশরুম।

প্রশ্ন ৮. প্রজাতি কী?

উত্তর: প্রজাতি হলো সর্বাধিক বৈশিষ্ট্যের মিল সম্পন্ন একদল জীব যাদের মধ্যে যৌন মিলনে উর্বর বংশধর উৎপন্ন হয়।

প্রশ্ন ৯. থাইলাকয়েড কী?

উত্তর: ক্লোরোপ্লাস্টে গ্রানার এক একটি একক, যা দেখতে চ্যাপ্টা থলে আকৃতির তাই হলো থাইলাকয়েড।

প্রশ্ন ১০. ব্যাকটেরিওফায কী?

উত্তর: ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসই ব্যাকটেরিওফায।

আরো পড়ুন>> HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রথম অধ্যায় হ্যান্ড নোট

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. জরায়ুজ অংকুরোদগম বলতে কী বোঝ?

উত্তর: লবণাক্ত মাটিতে এবং জোয়ার ভাটার স্থানে বীজের এক স্থানে টিকে থাকা কঠিন। তাই বহু উদ্ভিদ গাছে থাকা অবস্থায়ই বীজের অঙ্কুরোদগম শুরু হয়ে লম্বা ভ্রুণমূল সৃষ্টি হয়। এ ধরনের অঙ্কুরোদগমকে জরায়ুজ অঙ্কুরোদগম বলা হয়। যেমন- সুন্দরী।

প্রশ্ন ২. উগ্যামাস প্রকৃতির জনন বলতে কী বোঝ?

উত্তর: যে যৌন জননে বৃহদাকার নিশ্চল স্ত্রী জনন কোষের সাথে অপেক্ষাকৃত ক্ষুদ্র সচল পুংজনন কোষের মিলন ঘটে তাকে উগ্যামাস প্রকৃতির জনন বলে। এ ধরনের জননে অংশগ্রহণকারী গ্যামিটকে বলা হয় হেটেরোগ্যামিটস। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, এবং উগ্যামাস প্রকৃতির জননের মধ্যে উগ্যামাস উন্নত প্রকৃতির। Oedogonium নামক শৈবালে উগ্যামাস প্রকৃতির জনন দেখা যায়।

প্রশ্ন ৩. জেনেটিক কোড বলতে কী বোঝ?

উত্তর: নাইট্রোজেনের যে গ্রুপ কোনো অ্যামিইনো অ্যাসিডের সংকেত গঠন করে তাদের বলা হয় জেনেটিক কোড। DNA অণুতে পাশাপাশি অবস্থিত তিনটি নাইট্রোজেন বেস মিলিতভাবে একটি সক্রিয় জেনেটিক কোড হিসেবে কাজ। প্রোটিন সংশ্লেষণে AUG সূচনা কোড হিসেবে এবং UAA, UAG অথবা UGA এর যে কোনো একটি সমাপ্তি কোড হিসেবে কাজ করে।

প্রশ্ন ৪. হেটারোজাইগাস বলতে কী বোঝায়?

উত্তর: কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি অসমপ্রকৃতির বা একই না হলে তাকে হেটারোজাইগাস বলে।

প্রশ্ন ৫. ট্রিপলেট কোডন বলতে কী বোঝ?

উত্তর: অ্যামিনো অ্যাসিডের সংকেত গঠনকারী তিনটি নাইট্রোজেন বেসের সমন্বয়ে গঠিত গ্রুপকে বলা হয় ট্রিপলেট কোডন। প্রতিটি জেনেটিক কোডই হলো এক একটি ট্রিপলেট কোডন। প্রতিটি কোডন কোনো একটি সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে।

আরো পড়ুন>> এইচ এস সি জীববিজ্ঞান ১ম পত্র ফাইনাল সাজেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *