এইসএসসি রসায়ন ১ম পত্র ‍দ্বিতীয় অধ্যায়

এইসএসসি রসায়ন

এইসএসসি রসায়ন ১ম পত্র ‍দ্বিতীয় অধ্যায়

এইসএসসি রসায়ন ১ম পত্র ‍দ্বিতীয় অধ্যায়
এইসএসসি রসায়ন ১ম পত্র ‍দ্বিতীয় অধ্যায়

অধ্যায় পরিচিতি

এই অধ্যায়ের নাম গুণগত রসায়ন। আজকে আমরা গুণগত রসায়ণ থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব।

আরো পড়ুন>> এইচএসসি রসায়ন ১ম পত্র প্রথম অধ্যায় হ্যান্ড নোট

জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

HSC রসায়ন
HSC রসায়ন ১ম পত্র ‍দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন ১. অরবিটাল কী?

উত্তর: নিউক্লিয়াসের চারদিকে যে এলায়ায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তি যুক্ত ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা ৯০-৯৫% হয়ে থাকে, ইলেকট্রন মেঘের সে এলাকাকে অরবিটাল বলে। এইসএসসি রসায়ন ১ম পত্র ‍দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন ২. সম-আয়ন প্রভাব কী?

উত্তর: দুইটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে একটি মৃদু দুর্বল হলে তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থের উপস্থিতিতে দুর্বল তড়িৎবিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা হ্রাস পায় তাকে সম-আয়ন প্রভাব বলে।

প্রশ্ন ৩. ভর-ক্রিয়া সূত্রটি লেখো।

উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের (সক্রিয় ভর বলতে গ্যাসের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা এবং তরলের ক্ষেত্রে আংশিক চাপকে বোঝায়) সমানুপাতিক।

প্রশ্ন ৪. ফুড লেকার কী?

উত্তর: ফুড লেকার হচ্ছে এমন এক ধরনের জৈব পদার্থ, যাকে ক্যানিং এর সময় খাদ্য বস্তু বহনকারী পাত্রের গায়ে এমনভাবে প্রলেপ দেয়া হয় যেন তা খাদ্য বস্তুকে ধাতব পদার্থের সংস্পর্শ হতে দূরে রাখে।

প্রশ্ন ৫. হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা দাও।

উত্তর: হাইড্রোজেন পরমাণু যুক্ত দুটি পোলার সমযোজী অণু পরস্পরের নিকটবর্তী হলে, একটি অণুর ধনাত্মক প্রান্তের সাথে অপর অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে দুর্বল আকর্ষণী বল দ্বারা সৃষ্ট বন্ধনকে হাইড্রোজেন বন্ধন বলে।

>> এইসএসসি রসায়ন ১ম পত্র ‍দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন ৬. pH কী?

উত্তর: কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের (H+) মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে।

প্রশ্ন ৭.  কিউরিং কী?

উত্তর: কোনো খাদ্যকে খাবার লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে।

প্রশ্ন ৮. হুন্ডের নীতি কী?

উত্তর: একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে।

প্রশ্ন ৯. নিম্নচাপ পাতন কী?

উত্তর: তরল পদার্থের উপরোল্লিখিত বায়ুচাপ কমিয়ে এর স্বাভাবিক স্ফুটনাঙ্ক হতে নিম্নতর তাপমাত্রায় পাতন করে এর কোন মিশ্রণ হতে পৃথক করার পদ্ধতিকে নিম্নচাপ পাতন বা অনুপ্রেষ পাতন বলে।

প্রশ্ন ১০. রাইডার ধ্রুবক কী?

উত্তর: পল-বুঙ্গি ব্যালেন্সে বিমের উপরিপৃষ্ঠে বাম থেকে ডানে ০-১০০ পর্যন্ত যে ১০০টি দাগ আছে রাইডারকে সেই দাগের একঘর বাম থেকে ডানে সরালে যে ফলপ্রসূ ওজন পাওয়া যায় তাকেই রাইডার ধ্রুবক বলে।

আরো পড়ুন>> রসায়ন ১ম পত্র ২য় অধ্যায় MCQ

অনুধাবনমূলখ প্রশ্ন এবং উত্তর

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সরাসরি বোর্ড অনুমোদিত পাঠ্যবই থেকে থাকবে না, উত্তরের জন্য তোমাদের কিছুটা ভাবতে হবে। সাধারণত কী বোঝায়, কাকে বলে, কেন একথা বলা হয়েছে, কেন এ ঘটনা ঘটেছে, উল্লেখযোগ্য দুটি ঘটনা বা কাজের ব্যাখ্যা করো ইত্যাদি শব্দ দিয়ে এ ধরনের প্রশ্ন করা হয়।

প্রশ্ন ১. দুধ একটি ইমালশন-ব্যাখ্যা করো। 

উত্তর: দুধ একটি ইমালশন বা কলয়েড। কেননা এক্ষেত্রে অদ্রবণীয় তরল চর্বির সূক্ষ কণাসমূহ পানি মাধ্যমে সর্বত্র সমভাবে বিরাজ করে। এখানে কঠিণ পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোর আকারের ব্যাস হয় 2-100nm।

কণাগুলো একক ম্যাক্রো অণু যা দীর্ঘদিন একই অবস্থায় পৃথক থাকে না এবং অসমসত্ত্ব অবস্থায় থাকে। তাই বলা যায় দুধ একটি ইমালশন।

প্রশ্ন ২. 3d ও 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে?

উত্তর: কোন অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে তা নির্ণীত হয় আউফবাউ নীতি বা (n+1) নীতি অনুসারে।

এ নীতিতে যে অরবিটালের (n+1) এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং ইলেকট্রন আগে ঐ অরবিটালে প্রবেশ করে।

কিন্তু যদি সেই মান সমান হয় তাহলে যার n এর মান অন্যাটি থেকে কম সেই অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করে।

3d ও 4p উভয়ের ক্ষেত্রে (n+1) এর মান 5। কিন্তু 3d অরবিটালে n এর মান 3 এবং 4p অরবিটলে n এর মান 4।

সুতরাং 3d অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এইসএসসি রসায়ন ১ম পত্র ‍

এইসএসসি রসায়ন ১ম পত্র ‍দ্বিতীয় অধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *