পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় হ্যান্ড নোট

পদার্থবিজ্ঞান ১ম পত্র

পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় হ্যান্ড নোট

পদার্থবিজ্ঞান ১ম পত্র
পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় হ্যান্ড নোট

অধ্যায় পরিচিতি

পদার্থবিজ্ঞান ১ম পত্র অধ্যায়-২ এর নাম ভেক্টর। আজকে ভেক্টর থেকে সাজেশন দেওয়া হবে। পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় হ্যান্ড নোট

আরো পড়ুন>> HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রথম অধ্যায় হ্যান্ড নোট

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. তাৎক্ষণিক বেগ কাকে বলে?

উত্তর: সময়ের খুব অল্প ব্যবধানে সময়ের সাথে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে।

প্রশ্ন ২. স্পর্শ কোণ কাকে বলে?

উত্তর: কঠিন ও তরলের স্পর্শ থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের অভ্যন্তরে যে কোণ উৎপন্ন করে তাকে কঠিন ও তরলের স্পর্শ কোণ বলে।

প্রশ্ন ৩. স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?

উত্তর: যে সমস্ত সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

প্রশ্ন ৪. একক ভেক্টরের সংজ্ঞা দাও। 

উত্তর: যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। মান শূন্য নয় এরূপ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়।

প্রশ্ন ৫. ভেক্টর বিশ্লেষণ কী?

উত্তর: একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে এমনভাবে বিভক্ত করা হয়, যাদের লব্ধি হবে মূল ভেক্টর, তবে এ বিভক্তকরণ প্রক্রিয়াকে ভেক্টরের বিশ্লেষণ বলে।

প্রশ্ন ৬. মুক্তি বেগ কাকে বলে?

উত্তর: সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না সেই বেগকে মুক্তিবেগ বলে।

প্রশ্ন ৭. ডান হাতি স্ক্রু নিয়মটি বিবৃত কর। 

উত্তর: দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের দিক হবে উভয় ভেক্টরের ওপর লম্বভাবে স্থাপিত একটি ডানহাতি স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যে দিকে অগ্রসর হবে সেই দিকে।

প্রশ্ন ৮. অবস্থান ভেক্টর কাকে বলে?

উত্তর: প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে।

প্রশ্ন ৯. লব্ধ একক কী?

উত্তর: যে সকল একক মৌলিক একক সমন্বয়ে গঠিত হয় তাদেরকে লব্ধ একক বা যৌগিক একক বলে।

প্রশ্ন ১০. টর্ক কাকে বলে?

উত্তর: যা কোনো অঘূর্ণনশীল বস্তুতে ঘূর্ণন সৃষ্টি  করে বা ঘুর্ণায়মান বস্তুর কৌণিক বেগের পরিবর্তন করে তাকে টর্ক বলে।

আরো পড়ুন>> পদার্থবিজ্ঞান ১ম পত্র অধ্যায়-২ সৃজনশীল প্রশ্ন

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. প্রত্যায়নী বল দ্বারা কৃত কাজ কখন ঋণাত্মক হবে-ব্যাখ্যা করো। 

উত্তর: আমরা জানি, বলের বিপরীত দিকে বস্তুর সরণ হলে ঋণাত্মক কাজ হয়। স্থিতিস্থাপক বস্তুর বিকৃতি ঘটালে প্রযুক্ত বলের বিপরীতে বস্তুর অভ্যন্তরে উদ্ভূত বলই প্রত্যয়নী বল। সংকোচন বা প্রসারণ যাই হোক না কেন এ বল সর্বদা সাম্যাস্থান থেকে সরণের বিপরীতে ক্রিয়া করে। তাই যখন কোনো বস্তুর বিকৃতি ঘটানো হয় তখন প্রত্যয়নী বল দ্বারা কৃতকাজ ঋণাত্মক হয়।

প্রশ্ন ২. দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা ব্যাখ্যা কর। 

উত্তর: দুইটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না। কারণ দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধি সর্বনিম্ন হয় এবং এক্ষেত্রে লব্ধির মান হয় ভেক্টরদ্বয়ের মানের বিয়োগফলের সমান। তাই অসমান সমজাতীয় দুটি ভেক্টরের লব্ধি কখনোই শূন্য হতে পারে না।

প্রশ্ন ৩. কোনো বস্তুর বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়- ব্যাখ্যা কর। 

উত্তর: আমরা জানি, বেগ একটি ভেক্টর রাশি। মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তনে ভেক্টরের পরিবর্তন হয়। কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণন কালে বেগের মান পরিবর্তিত না হলেও প্রতি মুহূর্তে দিকের পরিবর্তন হয় এবং বেগের দিক হয় যেকোনো বিন্দুতে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। সুতরাং বলা যায়, কোনো বস্তুর বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়।

প্রশ্ন ৪. নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন?

উত্তর: নাল ভেক্টর হলো শূন্য ভেক্টর। এর মান শূন্য বলে এর কোনো সুনির্দিষ্ট দিক নির্ণয় করা সম্ভব নয়। তাই এর দিক যেকোনো দিকেই বিবেচনা করা যেতে পারে।

প্রশ্ন ৫. ভর ও জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর। 

উত্তর: ভর হচ্ছে বস্তুর জড়তার পরিমাপ। বস্তু যে ধর্মের কারণে কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে তার কৌণিক গতির পরিবর্তনে বাধা দেয় তাকে তার ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক বলে। অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে কৌণিক গতির ক্ষেত্রে ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক সে ভূমিকা পালন করে। কোনো বস্তুর ভর সকল ক্ষেত্রে ধ্রুব অপর পক্ষে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর ঘূর্ণন জড়তা নির্দিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন অক্ষের সাপেক্ষে ভিন্ন ভিন্ন ।

>> পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় হ্যান্ড নোট

2 Comments on “পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় হ্যান্ড নোট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *