জীববিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় অধ্যায় সাজেশন

অধ্যায় পরিচিতি
এসএসসি জীববিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় অধ্যায়ের নাম কোষ বিভাজন। আজকে আমরা কথা বলবো কোষ বিভাজন এর অধ্যায় নিয়ে।
আরো পড়ুন>> পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় হ্যান্ড নোট
জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন ১. হেটারোমরফিক জনুক্রম কী?
উত্তর: যে জনুক্রম প্রক্রিয়ায় দুটি জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে এবং অংশগ্রহণকারী দুটি জনুর উদ্ভিদ অঙ্গাসংস্থানিকভাবে বিন্ন আকৃতির হয় তাই হেটারোমরফিক জনুক্রম।
প্রশ্ন ২. ক্যাপসিড কী?
উত্তর: ভাইরাস নিউক্লিক অ্যাসিডকে ঘিরে অবস্থিত প্রোটিন আবরণই হলো ক্যাপসিড।
প্রশ্ন ৩. কায়াজমা কী?
উত্তর: দুটি ননসিস্টার ক্রোমাটিডের X আকৃতির জোড়াস্থলই হলো কায়াজমা।
প্রশ্ন ৪. সিন্যাপসিস কী?
উত্তর: দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াই হলো সিন্যাপসিস।
প্রশ্ন ৫. স্যাটেলাইট কী?
উত্তর: ক্রোমোসোমের গৌণকুঞ্চন থেকে প্রাপ্ত পর্যন্ত অংশ হচ্ছে স্যাটেলাইট।
প্রশ্ন ৬. অবস্থান ও কার্যভেদে কোষ কত প্রকার?
উত্তর: অবস্থান ও কার্যভেদে কোষ ২ প্রকার।
প্রশ্ন ৭. জেনেটিক কোড কী?
উত্তর: অ্যামিনো অ্যাসিডের সংকেত গঠনকারী নাইট্রোজেন বেসের গ্রুপই হলো জেনেটিক কোড।
প্রশ্ন ৮. ট্রান্সমিশন কী?
উত্তর: অণুজীবের বিস্তারই হলো ট্রান্সমিশন।
প্রশ্ন ৯. ভাস্কুলার বান্ডল কী?
উত্তর: উদ্ভিদ দেহের অভ্যন্তরে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছই হলো ভাস্কুলার বান্ডল।
প্রশ্ন ১০. ক্রসিংওভার কাকে বলে?
উত্তর: একজোড়া সমসংস্থ ক্রোমোসোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিংওভার বলে।
আরো পড়ুন>> HSC জীববিজ্ঞান ১ম পত্র: ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন
অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন ১. Krebs চক্র বলতে কী বোঝ?
উত্তর: শ্বসনের যে বিক্রিয়া চক্রে অ্যাসিটাইল Co-A অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং চক্র শেষে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনঃতৈরি হয়ে চক্রকে গতিশীল রাখে তাকে ক্রেবস চক্র বলে। জার্মান বিজ্ঞানী স্যার হেনস ক্রেবস এই চক্রটি আবিষ্কার করেন। ক্রবস চক্রে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় বলে একে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। এ চক্রের বিক্রিয়াসমূহ মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়।
প্রশ্ন ২. দ্বি-নিষেক বলতে কী বোঝ?
উত্তর: একই সময় ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামিটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামিটের মিলনকে বলা হয় দ্বি-নিষেক। দ্বিনিষেক আবৃতবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। দ্বিনিষেকের ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু জােইগোটে পরিণত হয় এবং ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়, কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়।
প্রশ্ন ৩. কোষচক্র বলতে কী বোঝ?
উত্তর: কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এ তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। কোষচক্র ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ নিয়ে গঠিত। ইন্টারফেজ হলো কোষ বিভাজন শুরু করার প্রস্তুতি পর্ব। আর মাইটোটিকফেজে প্রোফেজ, প্রো-মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ ধাপগুলো ঘটে থাকে।
প্রশ্ন ৪. অণুজীব বলতে কী বোঝ?
উত্তর: যেসব জীবকে খালি চোখে শনাক্ত করা যায় না এবং শনাক্তকরণের জন্য অণুবীক্ষণযন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় অণুজীব। এরা খুবই ক্ষুদ্র। ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত। জীবজগতে অণুজীবের উপকারী ও অপকারী উভয় ভূমিকাই রয়েছে।
প্রশ্ন ৫. মেটাকাইনেসিস বলতে কী বোঝ?
উত্তর: কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াই হলো মেটাকাইনেসিস। এ পর্যায়ে ক্রোমোসোমগুলো সর্বাধিক কুন্ডলিত থাকায় বেশি খাটো এবং মোটা দেখায়। এ পর্যায়ে কোষে ক্রোমোসোম সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা যায়।
>> জীববিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় অধ্যায় সাজেশন
2 Comments on “জীববিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় অধ্যায় সাজেশন”