এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র তৃতীয় অধ্যায় সাজেশন

অধ্যায় পরিচিতি
এইস এসসি পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের গতিবিদ্যা। আজকে আমরা এই অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
আরো পড়ুন>> HSC অধ্যায়-০৫ কাজ শক্তি ও ক্ষমতা সৃজনশীল
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন ১. মহাকর্ষীয় বিভব কাকে বলে?
উত্তর: অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে মহাকর্ষীয় বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণকে ঐ বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে।
প্রশ্ন ২. স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তর: পদার্থ তার যে ধর্মের জন্য বল প্রয়োগে তার গঠনের পরিবর্তনে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারিত হলে তা পূর্বের গঠন ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে।
প্রশ্ন ৩. স্পর্শীয় ত্বরণ কাকে বলে?
উত্তর: বৃত্তাকার গতিপথের স্পর্শক বরাবর বস্তুর বেগ বৃদ্ধির হারকে স্পর্শীয় ত্বরণ বলে।
প্রশ্ন ৪. প্রাস কাকে বলে?
উত্তর: কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে।
প্রশ্ন ৫. অভিকর্ষ কেন্দ্র কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলের লব্ধি যে বিন্দুতে ক্রিয়া করে তাকে বস্তুটির অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র বলে।
প্রশ্ন ৬. কেন্দ্রমুখী ত্বরণ কী?
উত্তর: সমকৌণিক বেগে গতিশীল কণার একটি রৈখিক ত্বরণ সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়া করে। একে কেন্দ্রমুখী ত্বরণ বলে।
প্রশ্ন ৭. মুক্তি বেগ কাকে বলে?
উত্তর: সর্বনিম্ন যে বেগে কোনো বস্তু খাড়া ওপরের দিকে নিক্ষিপ্ত হলে তা আর পৃথিবীতে ফিরে আসে না সেই বেগকে মুক্তি বেগ বলে।
প্রশ্ন ৮. গড় বেগ কাকে বলে?
উত্তর: যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর মোট সরণকে ঐ সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকেই বস্তুটির গড় বেগ বলে।
প্রশ্ন ৯. ক্ষমতা কাকে বলে?
উত্তর: কোনো উৎস কর্তৃক একক সময়ে কৃত কাজকে তার ক্ষমতা বলে।
প্রশ্ন ১০. তাৎক্ষণিক বেগ কাকে বলে?
উত্তর: সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে এর তাৎক্ষণিক বেগ বলে।
>> তৃতীয় অধ্যায় সাজেশন
আরো পড়ুন>> পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় হ্যান্ড নোট
অনুধাবনমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন ১. রকেটের বেগ মুক্তিবেগ নয় কেন?
উত্তর: কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না তাকে মুক্তি বেগ বলে। মুক্তি বেগের ক্ষেত্রে বেগ দিয়ে ছেড়ে দেয়া হয়।
এতে আর কোনো প্রকার শক্তি সরবরাহের প্রয়োজন হয় না। কিন্তু রকেট নিক্ষেপের ক্ষেত্রে সব সময়ই জ্বালানী ব্যবহার করে শক্তি সরবরাহ করা হয়। তাই রকেট নিক্ষেপের জন্য মুক্তি বেগ দেয়ার প্রয়োজন হয় না।
প্রশ্ন ২. বল কীভাবে ক্রিয়াশীল থাকলে একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে তা ব্যাখ্যা কর।
উত্তর: বস্তুর বেগের দিকের সাথে বল সর্বদা সমকোণে ক্রিয়াশীল থাকলে বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে। কারণ এক্ষেত্রে বল দ্বারা কৃত কাজ শূন্য হবে।
ফলে কাজ-শক্তি উপপাদ্য অনুসারে বস্তুর গতিশক্তি তথা দ্রুতি ধ্রুব থাকবে। যেমন- কেন্দ্রমুখী বলের ক্রিয়ায় বস্তু সমদ্রুতিতে চলতে থাকে।
>> এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র তৃতীয় অধ্যায় সাজেশন
>> পদার্থবিজ্ঞান ১ম পত্র
Your article helped me a lot, is there any more related content? Thanks!