এইসএসসি রসায়ন ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট

রসায়ন ১ম পত্র

ইসএসসি রসায়ন ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট

রসায়ন ১ম পত্র
রসায়ন ১ম পত্র

অধ্যায় পরিচিতি

এইস এস সি রসায়ণ ১ম পত্র রসায়ন ১ম পত্রের চতুর্থ অধ্যায়ের নাম রাসায়নিক পরিবর্তন। আজকে আমরা এই অধ্যায়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন>> রসায়ন ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. pH এর সংজ্ঞা লেখো। 

উত্তর: কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে। গাণিতিকভাবে, pH = -log[H+]।

প্রশ্ন ২. হেসের সূত্রটি লেখো। 

উত্তর: যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা বা একই থাকে তবে যে কোনো রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন প্রতিক্ষেত্রে বিক্রিয়া তাপ সমান থাকবে।

প্রশ্ন ৩. হাইড্রোজেন বন্ধন কী?

উত্তর: হাইড্রোজেন যুক্ত পোলার অণুসমূহ যখন পরস্পরের সান্নিধ্যে আসে তখন একটি অণুর হাইড্রোজেন প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের দিকে যে বিশেষ বন্ধনে আকৃষ্ট হয় তাকে হাইড্রোজেন বন্ধন বলে।

প্রশ্ন ৪. দ্রবণ তাপ কাকে বলে?

উত্তর: 1 গ্রাম মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ (যে অবস্থায় আরো দ্রাবক যোগ করলে তাপমাত্রা অপরিবর্তিত থাকে) দ্রাবকে দ্রবীভূত করা হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ঐ দ্রবের দ্রবণ তাপ বলে।

প্রশ্ন ৫. ভরক্রিয়া সূত্রটি বর্ণনা করো।

উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট সময়ে যে কোন বিক্রিয়ার হার ঐ সময়ে উপস্থিত বিক্রিয়ক অণুগুলোর সক্রিয় ভরের (মোলার ঘনমাত্রা, আংশিক চাপ) সমানুপাতিক হয়।

প্রশ্ন ৬. অরবিটাল কাকে বলে?

উত্তর: নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা 90-95% হয়ে থাকে, ইলেখট্রন মেঘের সে এলাকাকে অরবিটাল বলে।

প্রশ্ন ৭. বাফার ক্রিয়া কী?

উত্তর: বাফার দ্রবণে বাইরে থেকে অল্প পরিমাণ দুর্বল এসিড বা দুর্বল ক্ষার যোগ করার ফলে pH মানের পরিবর্তনকে বাধা দেওয়ার ক্ষমতাকে ঐ বাফার দ্রবণের বাফার ক্রিয়া বলে।

প্রশ্ন ৮. সক্রিয়ন শক্তি কী?

উত্তর: কোনো বিক্রিয়ায় বিক্রিয়ককে উৎপাদে পরিণত হতে হলে সর্বনিম্ন যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা অর্জন করতে হয় তাকে সক্রিয়ন শক্তি বলে।

প্রশ্ন ৯. ক্রোমাটোগ্রাফী কী?

উত্তর: যে পদ্ধতির মাধ্যমে কোনো মিশ্রণের উপাদানকে স্থির দশা ও চলমান দশার মাধ্যমে পৃথকীকরণ করা হয় তাকে ক্রোমাটোগ্রাফি বলে।

প্রশ্ন ১০. সবুজ রসায়ণ কী?

উত্তর: রসায়নের যে শাখায় কম পরিবেশ দূষণ করে এমন সব প্রক্রিয়া ও উৎপাদন পদ্ধতি নিয়ে গবেষণা করা হয় তাকে সবুজ রসায়ণ বা গ্রিন কেমিস্ট্রি বলে।

আরো পড়ুন>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র তৃতীয় অধ্যায় নোট

অনুধাবনমূলক প্রশ্নোত্তর

>> রসায়ন ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট

প্রশ্ন ১. সিগমা বন্ধন মূলত সমযোজী বন্ধন ব্যাখ্যা করো। 

উত্তর: দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় শেয়ারের মাধ্যমে বা সমভাবে ব্যবহারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। আবার অণু গঠনে অংশগ্রহণকারী দুটি পরমাণুর একই অক্ষ বরাবর অবস্থিত দুটি অরবিটালের সামনাসামনি অধিক্রমণের ক্ষেত্রে সিগমা বন্ধন গঠিত হয়। যেহেতু উভয় ক্ষেত্রে অণু গঠনকারী পরমাণুর মধ্যে ইলেকট্রন সমভাবে ব্যবহার অর্থাৎ শেয়ার ঘটে। তাই বলা যায়, সিগমা বন্ধন হলো এক প্রকার সমযোজী বন্ধন।

প্রশ্ন ২. তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক কেন?

উত্তর: তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক; কারণ তীব্র এসিড ও তীব্র ক্ষার হিসেবে যেটাকেই নেওয়া হোক না কেন, প্রশমন বিক্রিয়ায় এসিড থেকে প্রাপ্ত H+ আয়ন ও ক্ষার থেকে প্রাপ্ত OH- আয়ন বিক্রিয়া করে এক মোল পানি উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করতে -57.34 kj/mol তাপ উৎপন্ন হয়।

প্রশ্ন ৩. খাদ্য সংরক্ষণ কেস হার্ডেনিং কাকে বলে?- ব্যাখ্যা কর। 

উত্তর: এসব পদার্থের স্তর খাদ্যের চারপাশে সৃষ্টি হয়ে পরবর্তীতে খাদ্যস্থিত পানি অপসারিত হতে বাধা প্রদান করে। খাদ্য শুষ্কীকরণে এ সমস্যার নাম কেস হার্ডেনিং । যেমন কেস হার্ডেনিং একটি সমস্যা সেখানে খাদ্যের সান্নিধ্যে আসা বায়ুর তাপমাত্রা কমিয়ে নিতে পারে।

প্রশ্ন ৪. পানির আয়নিক গুণফল বলতে কী বোঝায়?

উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে হাইড্রোজেন আয়ন (H + ) এবং হাইড্রোক্সাইড (OH – ) আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে।

>> HSC Chemistry ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট

>> HSC Chemistry

>> এইসএসসি রসায়ন ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট

>> HSC Chemistry ১ম পত্র চতুর্থ অধ্যায়

>> এইসএসসি রসায়ন ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট

>> এইসএসসি রসায়ন ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট

One Comment on “এইসএসসি রসায়ন ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *