HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট

অধ্যায় পরিচিতি
এইস এস সি পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের নাম নিউটনিয়ান বলবিদ্যা। আজকের আমরা বলবিদ্যা অধ্যায় সম্পর্কে সাজেশন দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন>> এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র তৃতীয় অধ্যায় সাজেশন
জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১. বল ধ্রুবক কাকে বলে?
উত্তর: কোনো স্প্রিংয়ের দৈর্ঘ্য একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে স্প্রিংয়ের বল ধ্রুবক বলে।
প্রশ্ন ২. কেন্দ্রমুখী বল কাকে বলে?
উত্তর: যখন কোনো বস্তু একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন ঐ বৃত্তের কেন্দ্র অভিমুখে যে নিট বল ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তপথে গতিশীল রাখে তাকে কেন্দ্রমুখী বল বলে।
প্রশ্ন ৩. 1 পাউন্ডাল বল এর সংজ্ঞা দাও।
উত্তর: এক পাউন্ড ভরের কোনো বস্তুর ওপর এক ফুট/সেকেন্ড২ ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রযুক্ত হয় তাকে এক পাউন্ডাল বল বলা হয়।
প্রশ্ন ৪. কৌণিক বেগ কী?
উত্তর: কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর সময়ের সাথে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে।
প্রশ্ন ৫. টর্কের সংজ্ঞা লিখ।
উত্তর: যা অঘূর্ণনশীল বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করে বা করতে চায় এবং ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণনবেগের পরিবর্তন করে বা করতে চায়, তাকে টর্ক বলে।
আরো পড়ুন>> পদার্থ বিজ্ঞান: ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন ৬. মৌলিখ বল কী?
উত্তর: মৌলিক বল হচ্ছে এমন এমন একটি বল যা সংস্পর্শ ব্যতীত পরস্পরের মিথস্ক্রিয়ায় একটি বস্তু অপর একটি বস্তুর ওপর প্রয়োগ করে।
প্রশ্ন ৭. ঘাতবল কাকে বলে?
উত্তর: খুব সীমিত সময়ের জন্য কোনো বস্তুর উপর বড় ধরণের বল প্রযুক্ত হলে তাকে ঘাত বল বলে।
প্রশ্ন ৮. কর্মদক্ষতা কাকে বলে?
উত্তর: কোনো যন্ত্র কর্তৃক কৃতকাজ এবং ঐ সময় সরবরাহকৃত শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে।
প্রশ্ন ৯. জড় কাঠামোর সংজ্ঞা লিখ।
উত্তর: যে প্রসঙ্গ কাঠামোয় নিউটনের গতিসূত্রসমূহ খাটে তাকে জড় কাঠামো বলে।
প্রশ্ন ১০. নিউটনের ৩য় সূত্র লিখ ঘূর্ণন গতির জন্য।
উত্তর: প্রত্যেক টর্কের সমান ও বিপরীত মূখী টর্ক আছে।
আরো পড়ুন>> এইচএসসি রসায়ন ১ম পত্র প্রথম অধ্যায় হ্যান্ড নোট
অনুধাবনমূলক প্রশ্ন
>> >> পদার্থবিজ্ঞান ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট
প্রশ্ন ১. স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?
উত্তর: স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের ওপর পীড়ন ক্রমাগত হ্রাস-বৃদ্ধি বা অনেকক্ষণ ধরে প্রয়োগ এর স্থিতিস্থাপকতা হ্রাস পায় ফলে বল অপসারণের সাথে সাথে তা পূর্বের অবস্থা ফিরে পায় না, কিছুটা দেরি হয় বা আদৌ ফিরে পায় না। এ ঘটনাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে।
প্রশ্ন ২. বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক বিভিন্ন কেন?
উত্তর: বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক বিভিন্ন: কোনো নির্দিষ্ট সরলরেখা থেকে কোন দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং এদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টিকে ঐ সরলরেখার সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক বলে। বিভিন্ন বস্তুর ভর বিভিন্ন হয় এবং ঐ নির্দিষ্ট রেখা থেকে তাদের দূরত্বও বিভিন্ন। অর্থাৎ তাদের জড়তার ভ্রামক বিভিন্ন হবে।
প্রশ্ন ৩. ভূ-স্থির উপগ্রহ বলতে তুমি কী বুঝ?
উত্তর: পৃথিবীর পৃষ্ট হতে নির্দিষ্ট উচ্চতার কক্ষপথে আবর্তনশীল কোন কৃত্রিম উপগ্রহের পৃথিবীর চারপাশে আবর্তনকাল যদি পৃথিবীর আক্ষিক পর্যায়কালের সমান অর্থাৎ 24 hours হয় এবং আবর্তনের দিক পৃথিবীর আদি আবর্তনের দিকবর্তী হয়। তবে ভূ-পৃষ্ঠের একটি দর্শকের কাছে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে। এ ধরনের আপাত স্থির উপগ্রহকে ভূ-স্থির উপগ্রহ বলে।
>> পদার্থবিজ্ঞান ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট
>> চতুর্থ অধ্যায় নোট
4 Comments on “HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট”