এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় নোট

১ম পত্র ৪র্থ অধ্যায় নোট

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় নোট

১ম পত্র ৪র্থ অধ্যায় নোট
এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় নোট

অধ্যায় পরিচিতি

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায়-৪ এর নাম অণুজীব। আজকের আমি অণুজীব নিয়ে কথা বলা এবং এই অধ্যায়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন>> HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. ইকোলজিক্যাল পিরামিড কী?

উত্তর: খাদ্যজালকের বিন্যাস সমন্বিত পিরামিড আকৃতির ছকই হলো ইকোলজিক্যাল পিরামিড।

প্রশ্ন ২. আদিকোষ কী?

উত্তর: যে কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেই কোষই আদিকোষ।

প্রশ্ন ৩. কলেরা রোগের জীবাণুর নাম লেখো।

উত্তর: কলেরা রোগের জীবাণু হলো Vibrio cholerae নামক ব্যাকটেরিয়া।

প্রশ্ন ৪. ভাইরাস কী?

উত্তর: ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অতি আণুবীক্ষণিক বস্তু যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে।

প্রশ্ন ৫. ক্যাপসোমিয়ার কী?

উত্তর: ভাইরাস ক্যাপসিডের প্রতিটি প্রোটিন অণুই হলো ক্যাপসোমিয়ার।

আরো পড়ুন>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র

প্রশ্ন ৬. মেটাকাইনেসিস কী?

উত্তর: কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যাস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস।

প্রশ্ন ৭. HIV কী?

উত্তর: HIV হলো মানুষের এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাস।

প্রশ্ন ৮. দ্বি-পদ নামকরণ কী?

উত্তর: ICBN এর নীতিমালা অনুযায়ী একটি গণ ও প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে কোনো জীবের বৈজ্ঞানিক নাম প্রদানই দ্বিপদ নামকরণ।

প্রশ্ন ৯. ভিরিয়ন কী?

উত্তর: নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাই হলো ভিরিয়ন।

প্রশ্ন ১০. প্লাজমিড কী?

উত্তর: ব্যাকটেরিয়ার কোষে ক্রোমোসোম বহির্ভূত গোলাকার স্বতন্ত্র DNA ই হলো প্লাজমিড।

আরো পড়ুন>> এইচএসসি রসায়ন ১ম পত্র তৃতীয় অধ্যায় সাজেশন

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. ব্যাকটেরিওফায বলতে কী বোঝ?

উত্তর: এটি মূলত এক প্রকার ভাইরাস। এর বিশেষত্ত্ব হলো এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ও ধ্বংশ করে। যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের ব্যাকটেরিওফাজ বলে। ফেলিক্স ডি হেরেলি ব্যাকটেরিওফাজ আবিষ্কার করেন।

প্রশ্ন ২. মেরোজাইগোট বলতে কী বোঝায়?

উত্তর: দাতা ব্যাকটেরিয়ামের ডিএনএ গহীতার দেহে সম্পূর্ণরূপে স্থানান্তরের পূর্বে বিচ্ছিন্ন হওয়ার ফলে গ্রহীতা কোষটি দাতা কোষের নিউক্লিও পর্দার অংশবিশেষ লাভ করে যে অসম্পূর্ণ জাইগোট গঠন করে তাকে মেরোজাইগোট বলে।

প্রশ্ন ৩. লাইটিক চক্র বলতে কি বুঝায়?

উত্তর: লাইটিক চক্র (Lytic cycle) যে প্রক্রিয়ায় ফায ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যাবৃদ্ধি করে এবং অপত্য ভাইরাসগুলো পোষক দেহের বিদারণ ঘটিয়ে নির্গত হয় তাকে লাইটিক চক্র বা বিগলনকারী চক্র বলে।

>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় নোট

>> জীববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় নোট

One Comment on “এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় নোট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *