এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র পঞ্চম অধ্যায় নোট

অধ্যায় পরিচিতি
এইসএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র পঞ্চম অধ্যায় এর নাম কাজ, শক্তি, এবং ক্ষমতা। আজকে এই অধ্যায়টি সম্পর্কে সাজেশন দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন>> এইচএসসি রসায়ন ১ম পত্র পঞ্চম অধ্যায় সাজেশন
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন ১. সম্পৃক্ত বাষ্পাচাপ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্প সর্বোচ্চ যে চাপ দিতে পারে বা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্প চাপ বলে।
প্রশ্ন ২. পরবশ কম্পন কি?
উত্তর: কোনো স্পন্দনক্ষম বস্তু যখন বাহ্যিক পর্যাবৃত্ত বলের প্রভাবে কাঁপতে থাকে তখন তার কম্পনকে পরবশ কম্পন বলে।
প্রশ্ন ৩. সংশক্তি বল কী?
উত্তর: একই পদার্থের দুটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল হচ্ছে সংশক্তি বল।
প্রশ্ন ৪. স্পর্শ কোণ কাকে বলে?
উত্তর: কঠিন ও তরলের স্পর্শবিন্দু হতে বক্র তরল অঙ্কিত স্পর্শক কঠিন বস্তুর সাথে তরলের মধ্যে যে কোণ উৎপন্ন করে, তাকে উক্ত কঠিন ও তরলের মধ্যকার স্পর্শ কোণ বলে।
প্রশ্ন ৫. অশ্ব ক্ষমতা কাকে বলে?
উত্তর: 1 সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে 1 অশ্ব ক্ষমতা বলে।
আরো পড়ুন>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র তৃতীয় অধ্যায় নোট
প্রশ্ন ৬. কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
উত্তর: মানুষের তৈরি মহাশূন্যযান-যা নির্দিষ্ট কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে কৃত্রিম উপগ্রহ বলে।
প্রশ্ন ৭. প্রত্যয়নী বল কাকে বলে?
উত্তর: বল প্রয়োগে কোনো বস্তুর বিকার হলে স্থিতিস্থাপকতার কারণে পূর্বের অবস্থায় ফিরে যেতে বস্তুর অভ্যন্তরে যে বল উৎপন্ন হয় তাকে প্রত্যায়নী বল বলে।
প্রশ্ন ৮. টর্কের সংজ্ঞা দাও।
উত্তর: বলের ভ্রামক বলতে একটি বস্তুকে কোন বল কোন অক্ষ,অবলম্বন বা পিভটের চারদিকে ঘোরানোর প্রবণতা বোঝায়। বল দ্বারা যেমন ধাক্কা বা টান বোঝায় তেমনি টর্ক বলতে অক্ষের চারদিকে কোন বস্তুর ঘূর্নন প্রবণতা বোঝানো হয়ে থাকে।
প্রশ্ন ৯. মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে?
উত্তর: একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে।
প্রশ্ন ১০. মুক্তিবেগ কাকে বলে?
উত্তর: সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না সেই বেগকে মুক্তিবেগ বলে।
আরো পড়ুন>> এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পত্র
অনুধাবনমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন ১. একটি ফাঁপা গোলককে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে দ্রুত না ধীরে চলবে- ব্যাখ্যা কর।
উত্তর: একটি ফাঁপা গোলককে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে এটি ধীরে চলবে। কারণ ফাঁপা গোলকের ভরকেন্দ্র এর কেন্দ্রে অবস্থিত থাকে। কিন্তু তরল দ্বারা অর্ধপূর্ণ করলে এর ভারকেন্দ্র নিচে নেমে আসে। ফলে কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই কারণেই গোলকটি ধীরে চলবে।
প্রশ্ন ২. সান্দ্রতা কেন প্রবাহী পদার্থে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: প্রবাহী যখন প্রবাহিত হয় তখন এর বিভিন্ন স্তরের মধ্যে একটি আপক্ষিক গতি সৃষ্টি হয় এবং প্রবাহী এ আপেক্ষিক গতিকে বাধা দেয়। এ বাধা দেয়ার ধর্মই সান্দ্রতা। তরলের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল সান্দ্রতার জন্য দায়ী। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলোর ছোটা ছুটির কারণে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে সান্দ্রতা সৃষ্টি হয়।
আরো পড়ুন>> পদার্থবিজ্ঞানের সকল সূত্র
প্রশ্ন ৩. ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল- ব্যাখ্যা কর।
উত্তর: কেননা একটি অমসৃণ টেবিলের উপরে যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী ভিন্ন ভিন্ন পথে একটি বস্তুকে ঠেলে নিয়ে গেলে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন হয় এবং তার ফলে ঘর্ষণ বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণও পরিবর্তিত হয়। এ মান পথের উপর নির্ভর করে। তাই ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল।
প্রশ্ন ৪. বলের দ্বারা কাজ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে বলের দিকে সরণের উপাংশ থাকলে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হয়। বলের দ্বারা কাজের ফলে বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায়। কোনো বস্তু অভিকর্ষের প্রভাবে নিচে নেমে আসা-বলের দ্বারা কাজের উদাহরণ।
>> এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র পঞ্চম অধ্যায় নোট
>> এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র পঞ্চম