এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট

জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায়

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট

জীববিজ্ঞান ১ম পত্র ৫ম
এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট

অধ্যায় পরিচিতি

জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট। অধ্যায়টির নাম শৈবাল ও ছত্রাক। আজকে আমরা এই অধ্যায়টির সংক্ষিপ্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন>> এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র পঞ্চম অধ্যায় নোট

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. ভাইরাস কী?

উত্তর: ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত অতি-্আণুবীক্ষণিক বস্তু, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে।

প্রশ্ন ২. ঊগ্যামি কী?

উত্তর: অপেক্ষাকৃত ক্ষুদ্র, সচল পুংজনন কোষের সাথে বৃহদাকার, অচল স্ত্রী জনন কোষের মিলনই ঊগ্যামি।

প্রশ্ন ৩. ক্রোজিয়ার কী?

উত্তর: ফার্নের কুন্ডলিত কচি পাতাই হলো ক্রোজিয়ার।

প্রশ্ন ৪. প্লাজমিড কী?

উত্তর: ব্যাকটেরিয়ার কোষে ক্রোমোসোম বহির্ভূত গোলাকার স্বতন্ত্র DNA ই হলো প্লাজমিড।

প্রশ্ন ৫. লাইকেন কী?

উত্তর: শৈবাল ও ছত্রাক সহাবস্থানের মাধ্যমে সম্পূর্ণ পৃথক ধরনের যে উদ্ভিদের সৃষ্টি করে তাই হলো লাইকেন।

আরো পড়ুন>> জীববিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় অধ্যায় সাজেশন

প্রশ্ন ৬. ইন-সিট্যু সংরক্ষণ কী?

উত্তর: কোনো প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য তার নিজস্ব পরিবেশে সংরক্ষণ করাই হলো ইন-সিট্যু সংরক্ষণ।

প্রশ্ন ৭. নিউক্লিক অ্যাসিড কী?

উত্তর: অসংখ্য নিউক্লিওটাইড পলিমার সৃষ্টির মাধ্যমে যে অ্যাসিড তৈরি করে তাই হলো নিউক্লিক অ্যাসিড।

প্রশ্ন ৮. হলোকার্পিক ছত্রাক কী?

উত্তর: যে ছত্রাকের সম্পূর্ণ দেহ জননাঙ্গে পরিণত হয় তাই হলো হলোকার্পিক ছত্রাক।

প্রশ্ন ৯. এনজাইম কী?

উত্তর: যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে তাই হলো এনজাইম।

প্রশ্ন ১০. সিন্যাপসিস কী?

উত্তর: দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াই হলো সিন্যাপসিস।

আরো পড়ুন>> HSC জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় 

অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. ট্রান্সক্রিপশন বলতে কী বোঝ?

উত্তর: DNA অনুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে RNA বা mRNA অনুতে কপি করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। এক কথায় বলা যায় যে, DNA থেকে RNA উৎপাদন প্রক্রিয়ার নাম হলো ট্রান্সক্রিপশন।

প্রশ্ন ২. হেটারোমরফিক জনুক্রম বলতে কী বোঝ?

উত্তর: যে জনুক্রমে গ্যামিটোফাইটিক পর্যায় ও স্পোরোফাইটিক পর্যায় দুটি আকার-আকৃতিতে ভিন্ন থাকে তাকে হেটারোমরফিক জনুক্রম বলে। Pteris এর জীবনচক্রে স্পোরোফাইট পর্যায় বেশ দীর্ঘ এবং গ্যামিটোফাইট পর্যায় বেশ সংক্ষিপ্ত এবং উভয় পর্যায় আকার-আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র। এ কারণে Pteris এর জনুক্রম হেটারোমরফিক প্রকৃতির।

প্রশ্ন ৩. হাইব্রিডাইজেশন বলতে কী বোঝ?

উত্তর: জিনগত বৈশিষ্ট্য ভিন্ন দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটিয়ে উন্নত বৈশিষ্ট্যের নতুন জাত উদ্ভাবন পদ্ধতিকে বলা হয় হাইব্রিডাইজেশন। এটি উদ্ভিদ স্বপ্রজননের একটি পদ্ধতি। নিশ্চিত পরাগায়নের উদ্দেশ্যে এবং উন্নত জাত সৃষ্টির লক্ষ্যেই জীবের মধ্যে হাইব্রিডাইজেশন ঘটানো হয়।

প্রশ্ন ৪. ওয়াটার ব্লুম বলতে কী বোঝ?

উত্তর: পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কিছু নীলাভ সবুজ শৈবালের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পায়, যাকে ওয়াটার ব্লুম বলে।এতে জলাধারের পানি দূষিত হওয়ায় খাবার ও ব্যবহারে অনুপযোগী হয়। ফলে জলাধারের মাছ মরে যায়। Nostoc, Mycocystis এ ধরনের শৈবাল।

>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট

>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায়

>> জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট

>> জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট

2 Comments on “এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *