HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সাজেশন

জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ

HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সাজেশন

HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ
HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সাজেশন

অধ্যায় পরিচিতি

HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়। এই অধ্যায়টির নাম ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। আজকে আমরা এই অধ্যায় নিয়ে কথা বলার চেষ্টা করব।

আরো পড়ুন>> এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় নোট

আরো পড়ুন>> জীববিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় অধ্যায় সাজেশন

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. পুষ্পসংকেত কী?

উত্তর: পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা ও অবস্থান, তাদের সম ও অসম সংযুক্তি, মঞ্জরীপত্রের উপস্থিতি ও অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় সেই সংকেতই হলো পুষ্পসংকেত।

প্রশ্ন ২. ছত্রাক কী?

উত্তর: পরভোজী বা মৃতজীবী, থ্যালোফাইটিক বা সিনোসাইটিক জীবসমূহই হলো ছত্রাক।

প্রশ্ন ৩.  মেরিস্টোম কী?

উত্তর: মেরিস্টেম হলো উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের টিস্যু যা প্রতিনিয়ত বিভাজিত হয়।

প্রশ্ন ৪. স্টিলি কী?

উত্তর: পেরিসাইকল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশই হলো স্টিলি।

প্রশ্ন ৫. সালোকসংশ্লেষণ কাকে বলে?

উত্তর: যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাই সালোকসংশ্লেষণ।

>> HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সাজেশন

প্রশ্ন ৬. সারসিনেট ভারনেশন কাকে বলে?

উত্তর: ফার্নের কচি পাতার কুন্ডলিত বিন্যাসকে সারসিনেট ভারনেশন বলে।

প্রশ্ন ৭. ব্যাকটেরিয়া কাকে বলে?

উত্তর: জটিল কোষপ্রাচীর বিশিষ্ট কোষীয় অঙ্গাণুবিহীন, প্রাককেন্দ্রিক এককোষী অণুজীবই ব্যাকটেরিয়া।

প্রশ্ন ৮. জনুক্রম কী?

উত্তর: কোনো জীবের জীবনচক্র সম্পন্ন করতে গ্যামিটোফাইটিক পর্যায়ের সাথে স্পোরোফাইটিক পর্যায়ের যে পালাক্রম ঘটে তাই জনুক্রম।

প্রশ্ন ৯. কো-ফ্যাক্টর কী?

উত্তর: কোনো ধাতুর অণু দ্বারা গঠিত প্রোসথেটিক গ্রুপই হলো কো-ফ্যাক্টর।

প্রশ্ন ১০. রাইজোমর্ফ কী?

উত্তর: Agaricus এর দড়ির মতো হাইফাল অংশই রাইজোমর্ফ।

আরো পড়ুন>> HSC Biology 1st paper Suggestion

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

>> HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সাজেশন

প্রশ্ন ১. টেরিসকে কেন টেরিডোফাইটস বলা হয়?

উত্তর: টেরিডোফাইটস এর বৈশিষ্ট্যগুলো টেরিস উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায় বলে টেরিসকে টেরিডোফাইটস বলা হয়। টেরিডোফাইটস এর বৈশিষ্ট্যগুলো লক্ষ করলে দেখা যায়- এরা স্পোরোফাইটিক উদ্ভিদ, সাধারণত অপুষ্পক, এদের ভাস্কুলার টিস্যু থাকে এবং এদের দেহকে মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায়। এই একই বৈশিষ্ট্য টেরিসের মধ্যেও দেখা যায়।

প্রশ্ন ২. লিপিডের বৈশিষ্ট্য লেখো। 

উত্তর: লিপিড বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন। এটি পানিতে অদ্রবণীয় কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয়। এটি ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে থাকে। আর্দ্রবিশ্লেষণ করলে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। পানির চেয়ে হালকা তাই এটি পানিতে ভাসে। আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এর গলনাংক বৃদ্ধি পায়।

আরো পড়ুন>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

প্রশ্ন ৩. Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেনো?

উত্তর: Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত। এ বর্গের অধিকাংশ উদ্ভিদই এখন বিলুপ্ত। এদেরকে পাওয়া যায় জীবাশ্ম রূপে। এ বর্গের Cycas উদ্ভিদটি এখনও পৃথিবীর বুকে টিকে আছে। এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাডস এর বৈশিষ্ট্যর অনুরূপ এবং আদি প্রকৃতির। এ জন্যই Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

প্রশ্ন ৪. কোষচক্র বলতে কী বোঝ?

উত্তর: কোষ বিভাজনের ক্ষেত্রে প্রস্তুতিমূলক পর্যায় ও বিভাজন পর্যায়কে একত্রে কোষচক্র বলে। প্রস্তুতিমূলক পর্যায় ইন্টারফেজ নামে পরিচিত। বিভাজন পর্যায়ে প্রোফেজ, প্রো-মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ ধাপগুলো ঘটে থাকে। কোষচক্রের মোট সময়ের মাত্র ৫ থেকে ১০ ভাগ ব্যয় হয় বিভাজন পর্যায়ে এবং অবশিষ্ট ৯০ থেকে ৯৫ ভাগ ব্যয় হয় ইন্টারফেজ পর্যায়ে। কোষচক্র একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়।

>> HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সাজেশন

>> HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়

2 Comments on “HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সাজেশন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *