HSC Physics 1st Paper Chapter 10 Note

অধ্যায় পরিচিতি
এইস এস সি পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ এর নাম আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ব। আজকের আমরা এই অধ্যায়টি সম্পর্কে সাজেশন দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন>> SSC Physics || ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এর ২য় অধ্যায়
আরো পড়ুন>> HSC Physics 1st Paper Chapter 9 Note
সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
>> HSC Physics 1st Paper Chapter 10 Note
প্রশ্ন ১. সংরক্ষণশীল বলের সংজ্ঞা দাও।
উত্তর: একটি বস্তু পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে বস্তুটির ওপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়, সেই বলকে সংরক্ষণশীল বল বলে। যেমন- মহাকর্ষজ বল।
প্রশ্ন ২. প্রমাণ চাপ কী?
উত্তর: সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেল্সিয়াস তাপমাত্রায় 760 mm বিশুদ্ধ পারদ স্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলা হয়।
প্রশ্ন ৩. আদর্শ গ্যাস কাকে বলে?
উত্তর: যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র ও চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে।
প্রশ্ন ৪. ঋণাত্মক কাজ কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে বলের বিপরীত দিকে বস্তুর সরণ ঘটলে বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকলে তাহলে বল ও সরণের উপাংশের গুণফলকে ঋণাত্মক কাজ বলে।
প্রশ্ন ৫. পরবশ কম্পন কাকে বলে?
উত্তর: কোনো স্পন্দনক্ষম বস্তু যখন অন্য কোনো পর্যাবৃত্ত বলের প্রভাবে কাঁপতে থাকে তখন তার কম্পনকে পরবশ কম্পন বা আরোপিত কম্পন বলে।
আরো পড়ুন>> এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র পঞ্চম অধ্যায় নোট
প্রশ্ন ৬. মূল গড় বর্গ বেগ কাকে বলে?
উত্তর: গ্যাসানুসমূহের বেগের বর্গের গড় মানের বর্গমূলকে গড় বর্গবেগের বর্গমূল বা মূল গড় বর্গবেগ বলে।
প্রশ্ন ৭. ভেক্টর বিভাজন কী?
উত্তর: একটি ভৈক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে এমনভাবে বিভক্ত করা হয় যাদের লব্ধি মূল ভেক্টরের সমান হয়, তবে এই বিভক্তকরণ প্রক্রিয়াকে ভেক্টর বিভাজন বলে।
প্রশ্ন ৮. বলের ঘাত কাকে বলে?
উত্তর: বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।
প্রশ্ন ৯. হুকের সূত্র লিখ।
উত্তর: স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।
প্রশ্ন ১০. গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র বিবৃত কর।
উত্তর: বয়েলের সূত্র: স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক।
আরো পড়ুন>> SSC Physics পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় নোট
আরো পড়ুন>> এইসএসসি রসায়ন ১ম পত্র দ্বিতীয় অধ্যায়
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
>> HSC Physics 1st Paper Chapter 10 Note
প্রশ্ন ১. মহাকর্ষ বিভবের মান ঋণাত্মক হয় কেন?
উত্তর: দুটি বস্তুর মধ্যে সর্বদা আকর্ষণ বল বিদ্যামান থাকায় একক ভরের বস্তুকে বৃহৎ ভরসম্পন্ন বস্তুর দিকে নিতে বহিঃশক্তি বা বাইরের কোনো এজেন্টকে প্রকৃতপক্ষে কোনো কাজ করতে হয় না। বহিঃস্থ এজেন্ট কর্তৃক কৃত কাজ ধনাত্মক। এক্ষেত্রে বহিঃস্থ এজেন্টকে কোনো কাজ করতে হয় না। উপরক্ত মহাকর্ষ বলের দ্বারা কাজ হয়। সুতরাং এক্ষেত্রে সম্পন্ন কাজ হবে ঋণাত্মক। কাজেই কোনো বস্তু কর্তৃক সৃষ্ট মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের মান সর্বদা ঋণাত্মক।
প্রশ্ন ২. গ্যাস ও বাষ্পের মধ্যে দুটি পার্থক্য লেখ।
উত্তর: কোনো পদার্থের তাপমাত্রা এর ক্রান্তি তাপমাত্রা অপেক্ষা কম হলে তাকে বাষ্প বলে। আর কোনো পদার্থের তাপমাত্রা এর ক্রান্তি তাপমাত্রা অপেক্ষা অধিক হলে তাকে গ্যাস বলে। তাপমাত্রা ঠিক রেখে গ্যাসকে শুধু চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায় না, বাষ্পকে তরলে পরিণত করা যায়।
প্রশ্ন ৩. বক্রপথে ব্যাংকিং প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য বক্রপথে ব্যাংকিং প্রয়োজন। মোটর বা রেলগাড়ি যখন বাঁক নেয় তখন বাঁকা পথে ঘুরার জন্য একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। এ কেন্দ্রমুখী বল পাওয়া না গেলে গাড়ি গতি জড়তার কারণে বাঁকাপথের স্পর্শক বরাবর চলে যাবে। অনেক সময় গাড়ি উল্টে পড়ে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। এই দূর্ঘটনা প্রতিহত করার জন্যই বক্রপথে ব্যাংকিং প্রয়োজন।
>> HSC Physics 1st Paper Chapter 10 Note
>> HSC Physics 1st Paper Chapter 10
>> HSC Physics 1st Paper Chapter 10 Note
One Comment on “HSC Physics 1st Paper Chapter 10 Note”