HSC Physics 1st Paper Chapter 7 Note

HSC Physics 1st Paper Chapter 7

HSC Physics 1st Paper Chapter 7 Note

HSC Physics 1st Paper Chapter 7
HSC Physics 1st Paper Chapter 7 Note

অধ্যায় পরিচিতি

HSC Physics 1st Paper Chapter 7 Note. এই অধ্যায়টির নাম পদার্থের গাঠনিক ধর্ম। আজকের আমরা এই অধ্যায়টি সম্পর্কে সাজেশন দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন>> HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সাজেশন

জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. বীট বা স্বরকম্প কাকে বলে?

উত্তর: কম্পাঙ্কের সামান্য পার্থক্য বিশিষ্ট, সমান বা প্রায় সমান বিস্তারের দুটি শব্দ তরঙ্গ একই সরল রেখা বরাবর একই দিকে সঞ্চালিত হতে থাকলে এদের উপরিপাতনের ফলে শব্দে তীব্রতার যে পার্যক্রমিক হ্রাস-বৃদ্ধি ঘটে তাকে বীট বা স্বরকম্প বলে।

প্রশ্ন ২. তাৎক্ষণিক বেগ কাকে বলে?

উত্তর: সময়ের ব্যবধান শূন্যে কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে।

প্রশ্ন ৩. যন্ত্রের কর্মদক্ষতা কাকে বলে?

উত্তর: লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে যন্ত্রের কর্মদক্ষতা বলে।

প্রশ্ন ৪. শিশিরাঙ্ক কী?

উত্তর: যে তাপমাত্রায় কোনো স্থানের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে শিশির জমতে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলে।

প্রশ্ন ৫. লব্ধি ভেক্টর কাকে বলে?

উত্তর: দুই বা ততোধিক ভেক্টর যোগে যে ভেক্টর পাওয়া যায় তাকে এদের লব্ধি ভেক্টর বলে।

আরো পড়ুন>> এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র তৃতীয় অধ্যায় সাজেশন

প্রশ্ন ৬.  সান্দ্রতা কাকে বলে?

উত্তর: যে ধর্মের দরুন কোনো প্রবাহীর বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় তাকে প্রবাহীর সান্দ্রতা বলে।

প্রশ্ন ৭. ডেসিবেল কী?

উত্তর: একটি শব্দের তীব্রতা অপর একটি শব্দের তীব্রতার দশ গুণ হলে এদের তীব্রতা লেভলের পার্থক্যের দশ ভাগের এক ভাগ হচ্ছে এক ডেসি বেল।

প্রশ্ন ৮. স্থিতিস্থাপক সীমা কাকে বলে?

উত্তর: বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে অর্থাৎ হুকের সূত্র মেনে চলে তাকে ঐ বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে।

প্রশ্ন ৯. অন্তবেগ কাকে বলে?

উত্তর: প্রবাহীর মধ্য দিয়ে পড়ন্ত বস্তুর ওপর প্রযুক্ত বলসমূহের লব্ধি শূন্য হলে, বস্তুটি যে ধ্রুব বেগে প্রবাহীর মধ্য দিয়ে পড়তে থাকে তাই অন্তঃবেগ।

প্রশ্ন ১০. মহাকর্ষ ধ্রুবক কাকে বলে?

উত্তর: একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে।

আরো পড়ুন>> HSC Physics 2nd Paper Chapter 7

আরো পড়ুন>> HSC Biology ১ম পত্র প্রথম অধ্যায় সাজেশন

অনুধাবনমূলক প্রশ্ন

প্রশ্ন ১. পানির ফোঁটা গোলাকৃতি হয় কেন? ব্যাখ্যা কর। 

উত্তর: আমরা জানি, তরলের পৃষ্ঠে কিছু বিভব শক্তি জমা থাকে। এ বিভব শক্তি তরলের পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল কম হলে সঞ্চিত বিভব শক্তিও কম হয়। তরল চায় এর বিভব শক্তিকে সর্বনিম্ন রাখতে। সুতরাং সর্বনিম্ন বিভব শক্তিতে থাকতে হলে পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন করতে হবে। একটি নির্দিষ্ট পানির ফোঁটা গোলাকৃতি হলেই এর পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। এ কারণেই পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করে।

প্রশ্ন ২. কোন স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 5N/m বলতে কী বুঝ?

উত্তর:  স্প্রিং ধ্রুবক 1Nm^-1 বলতে বোঝায়, কোন স্প্রিং এ যদি 1N বল প্রয়োগ করা হয় তাহলে ঐ স্প্রিংটি 1m সংকুচিত অথবা প্রসারিত হবে। কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তের 1m সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যদি 1N বল প্রয়োগ করে তবে ঐ স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হবে 1Nm^-1.

প্রশ্ন ৩. কচু পাতার গায়ে পানি লেগে থাকে না, তবে কাচের গায়ে লেগে থাকে কেন? ব্যাখ্যা কর।

উত্তর: পানি অণু ও কচু পাতার অণুর মধ্যকার আসঞ্জন বল অপেক্ষা পানির অনুসমূহের মধ্যকার সংসক্তি বল বৃহত্তর মানের। তাই কচু পাতার গায়ে পানি লেগে থাকে না। পক্ষান্তরে পানির অণু ও কাচের অণুর মধ্যকার আসঞ্জন বল অপেক্ষা পানির অণুসমূহের মধ্যকার সংসক্তি বল ক্ষুদ্রতর মানের। তাই কাচের গায়ে পানি লেগে থাকে।

>> HSC Physics 1st Paper Chapter 7

>> HSC Physics 1st Paper Chapter 7 সাজেশন জানুন

>> HSC Physics 1st Paper Chapter 7 Note

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *