HSC Physics 1st Paper Chapter 8 Note

HSC Physics 1st Paper Chapter 8

HSC Physics 1st Paper Chapter 8 Note

HSC Physics 1st Paper Chapter 8
HSC Physics 1st Paper Chapter 8 Note

অধ্যায় পরিচিতি

HSC Physics 1st Paper Chapter 8 Note। অধ্যায়টির নাম পর্যাবৃত্ত গতি। আজকে আমি পর্যাবৃত্ত গতি সম্পর্কে সাজেশন দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন>> এইচএসসি রসায়ন ১ম পত্র পঞ্চম অধ্যায় সাজেশন

সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১. পীড়ন কাকে বলে?

উত্তর: বল প্রয়োগে কোনো বস্তুর বিকার ঘটানো হলে বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বলকে পীড়ন বলে।

প্রশ্ন ২. ভূ-স্থির উপগ্রহ কাকে বলে?

উত্তর: কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তন কালের সমান এবং আবর্তনের দিক পৃথিবীর আবর্তনের দিকে হলে, পৃথিবীর সাপেক্ষে এটি স্থির থাকবে। এ ধরনের উপগ্রহকে ভূ-স্থির উপগ্রহ বলে।

প্রশ্ন ৩. বল ধ্রুবকের সংজ্ঞা দাও। 

উত্তর: কোনো স্প্রিং এর মুক্তপ্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে প্রত্যয়নী বল প্রয়োগ করে তাকে ধ্রুবক বলে।

প্রশ্ন ৪. পর্যাবৃত্ত গতির সংজ্ঞা লিখ। 

উত্তর: গতিশীল কোন বস্তুকণার গতি যদি এমন হয় যে তা এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুকণার গতিকে পর্যাবৃত্ত গতি বলে।

প্রশ্ন ৫. স্পর্শ কোণ কাকে বলে?

উত্তর: কঠিন তরল স্পর্শ বিন্দুতে তরল পৃষ্ঠের স্পর্শক তরলের ভিতরে কঠিনের পৃষ্ঠের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে স্পর্শকোন বলে।

আরো পড়ুন>> এইসএসসি রসায়ন ১ম পত্র ‍দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন ৬. সরল ছন্দিত গতি কি?

উত্তর: স্পন্দনরত কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে, এর গতিপথ সরলরৈখিক এবং এর যেকোনো ত্বরণ, সাশ্যাবস্থান হতে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়, তবে ঐ বস্তুকণার গতিকে সরল ছন্দিত গতি বলে।

প্রশ্ন ৭. সেকেন্ড দোলক কি?

উত্তর: যে সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড অর্থাৎ যে দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে এক সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলে।

প্রশ্ন ৮. মেলডি কাকে বলে?

উত্তর: যদি কয়েকটি শব্দ একের পর এক ধ্বনিত হয়ে একটি শ্রুতিমধুর শব্দের সৃষ্টি করে তবে তাকে মেলডি বলে।

প্রশ্ন ৯. শূন্য কাজ কী?

উত্তর: কোন বস্তুর ওপর বল প্রয়োগে যদি বলের দিকে বস্তুর সরণ শূন্য হয় তবে বল এবং সরণের গুণফলই হল শূন্য কাজ।

প্রশ্ন ১০. দশা কি?

উত্তর: তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যেকোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা (সরণ, বেগ, ত্বরণ) প্রকাশকারী রাশিকে দশা বলে।

আরো পড়ুন>> ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১ম অধ্যায় হ্যান্ড নোট

আরো পড়ুন>> HSC Physics 1st Paper Chapter 7 Note

অনুধাবনমূলক প্রশ্ন

প্রশ্ন ১. একটি স্প্রিংয়ের বিভব শক্তি 10J বলতে কী বোঝ?

উত্তর: একটি স্প্রিং এর বিভবশক্তি 10J বলতে বুঝায় এটি এখন সাম্যাবস্থান থেকে যত দূরে আছে সেখান থেকে সাম্যাবস্থায় যেতে যেতে 10J কাজ সম্পন্ন করতে পারবে।

প্রশ্ন ২. দোলকের গতি মাত্রই সরলছন্দিত গতি নয়- ব্যাখ্যা কর।

উত্তর: কোন এক স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি দোলকের বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে থাকলে তার প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে এবং এর গতি সরলছন্দিত গতি হবে। কিন্তু দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি হলে এর গতিপথ বৃত্তাকার হয়ে পড়ে এবং তরণ ও সরণের সমানুপাতিক সম্পর্ক বিনষ্ট হয় তথা এক্ষেত্রে দোলকের গতি সরলছন্দিত গতি হয় না।

সুতরাং, দোলকের গতি মাত্রই সরলছন্দিত গতি নয়।

প্রশ্ন ৩. টিসু পেপার দ্বারা পানির শোষণ ব্যাখ্যা কর।

উত্তর: টিস্যু পেপার ও পানির অণুর মধ্যে আসঞ্জন বল পানির অণুসমূহের মধ্যকার সংসক্তি বলের চেয়ে বেশি হয়। তাছাড়া টিস্যু পেপারের সূক্ষ্ম ছিদ্রগুলো কৈশিক নলের মতো কাজ করে। ফলে এ ছিদ্রগুলো দ্বারা পানি শোষিত হয়। এভাবেই টিস্যু পেপার দ্বারা পানির শোষণ আমরা লক্ষ করি।

>> HSC Physics 1st Paper Chapter 8 Note

>> HSC Physics 1st Paper Chapter 8

>> HSC Physics 1st Paper Chapter 8 Note

One Comment on “HSC Physics 1st Paper Chapter 8 Note”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *