HSC Physics 1st Paper Chapter 9 Note

অধ্যায় পরিচিতি
এইস এস সি পদার্থবিজ্ঞান অধ্যায়-৯ এর নাম তরঙ্গ। আজকে আমি তরঙ্গ অধ্যায় সম্পর্কে আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন>> HSC Physics 1st Paper Chapter 8 Note
সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
>> HSC Physics 1st Paper Chapter 9 Note
প্রশ্ন ১. কৌণিক ভরবেগের সংজ্ঞা দাও।
উত্তর: ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণন অক্ষের সাপেক্ষ ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক ও কৌণিক বেগের গুণফলকে ঐ অক্ষের সাপেক্ষে ঘূর্ণয়মান বস্তুর কৌণিক ভরবেগ বলে।
প্রশ্ন ২. পর্যায়কাল কাকে বলে?
উত্তর: তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে।
প্রশ্ন ৩. অনুনাদ কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুটির স্বাভাবিক কম্পাঙ্কের সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়। এ ধরনের কম্পনকে অনুনাদ বলে।
প্রশ্ন ৪. দশা কাকে বলে?
উত্তর: যে রাশি দ্বারা তরঙ্গ সঞ্চারণকারী কণার যেকোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা বুঝায় তাকে দশা বলে।
প্রশ্ন ৫. তরঙ্গমুখ কি?
উত্তর: কোনো তরঙ্গের উপরোস্থ যে রেখা বা তল বরাবর সবগুলো কণা সমদশাসম্পন্ন তাকে ঐ তরঙ্গের তরঙ্গমুখ বলে।
আরো পড়ুন>> SSC Physics Chapter 5 পদার্থবিজ্ঞান নোট
আরো পড়ুন>> এইসএসসি রসায়ন ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট
প্রশ্ন ৬. সুর বিরাম কাকে বলে?
উত্তর: দুটি সুরের কম্পাংকের অনুপাতকে সুর বিরাম বলে।
প্রশ্ন ৭. প্রান্তিক বেগের সংজ্ঞা দাও।
উত্তর: অভিকর্ষের প্রভাবে কোনো প্রবাহীর মধ্য দিয়ে গতিশীল কোনো বস্তু সর্বোচ্চ যে বেগে উপনীত হলে নিট বল শূন্য হয় এবং বস্তুটি সমবেগে চলতে থাকে, সে বেগকে বলা হয় প্রান্তিকবেগ বা অন্তবেগ।
প্রশ্ন ৮. লব্ধ একক কী?
উত্তর: যে সকল একক মৌলিক একক সমন্বয়ে গঠিত হয় তাদেরকে লব্ধ একক বা যৌগিক একক বলে।
প্রশ্ন ৯. পরবশ কম্পন কি?
উত্তর: কোনো স্পন্দনক্ষম বস্তু যখন কোনো পর্যাবৃত্ত বলের প্রভাবে কাঁপতে থাকে তখন তার কম্পনকে পরবশ কম্পন বা আরোপিত কম্পন বলে।
প্রশ্ন ১০. সুর কি?
উত্তর: একটি মাত্র কম্পাংকবিশিষ্ট উৎস থেকে যে শব্দ নির্গত হয় তাকে সুর বলে।
আরো পড়ুন>> HSC Biology ১ম পত্র প্রথম অধ্যায় সাজেশন
অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর
>> HSC Physics 1st Paper Chapter 9 Note
প্রশ্ন ১. সকল সমমেলই উপসুর কিন্তু সকল উপসুর সমমেল নয়- ব্যাখ্যা কর।
উত্তর: কোনো স্বরে বিদ্যমান সুরগুলোর মধ্যে যেটির কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বা মৌলিক সুর বলে। অন্যান্য সুর যাদের কম্পাঙ্ক মুল সুরের থেকে বেশি তাদেরকে উপসুর বলে। আবার কোনো কোনো উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক তাকে ঐ মূল সুরের সমমেল বলে। কাজেই সকল সমমেল উপসুর কিন্তু সকল উপসুর সমমেল নয়।
প্রশ্ন ২. এক সাথে অনেকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সৈন্যরা ব্রীজের উপর দিয়ে মার্চ করে গেলে ব্রীজের ওপর প্রযুক্ত বল অত্যধিক মানের হয়। এ বলের কম্পাঙ্ক ব্রীজের স্বাভাবিক কম্পাঙ্কের সমান বা কাছাকাছি হলে ব্রীজটিতে অনুনাদ সৃষ্টি হবে এবং এটি সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হবে। তখন ব্রীজটি ভেঙ্গে যাবার সম্ভাবনা থাকে। এ কারণে এক সাথে অনুকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয়।
প্রশ্ন ৩. প্রতি সেকেন্ডে বীট 6 বলতে কি বুঝ?
উত্তর: প্রতি সেকেন্ডে বীট 6 বলতে বুঝায়, মূল শব্দ তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 6 বার হ্রাস-বৃদ্ধি ঘটে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 6টি তীব্র শব্দ শোনা যায় এবং 6টি নিঃশব্দ সৃষ্টি হয়।
>> HSC Physics 1st Paper Chapter 9 Note
>> HSC Physics 1st Paper Chapter 9
>> HSC Physics 1st Paper Chapter 9 Note
One Comment on “HSC Physics 1st Paper Chapter 9 Note”