HSC Biology 1st Paper Chapter 10th Note

HSC Biology 1st Paper Chapter 10th

HSC Biology 1st Paper Chapter 10th Note

HSC Biology 1st Paper Chapter 10th
HSC Biology 1st Paper Chapter 10th Note

অধ্যায় পরিচিতি

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায়-১০: উদ্ভিদ প্রজনন। আজকে উদ্ভিদ প্রজনন সাজেশন এবং নোট দেওয়ার চেষ্টা করব। 

আরো পড়ুন>> hsc biology 1st paper chapter 1 notes Archives

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. প্রোথ্যালাস কী?

উত্তর: ফার্ণের লিঙ্গধর বা গ্যামিটোফাইটিক পর্যায়ের হৃৎপিন্ডকার সবুজ উদ্ভিদ দেহই হলো প্রোথ্যালাস। 

প্রশ্ন ২. ভিরিয়ন কী?

উত্তর: নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাই হলো ভিরিয়ন। 

প্রশ্ন ৩. ত্রিমিলন কী?

উত্তর: একটি পুংগ্যামিটের সঙ্গে সেকেন্ডারি নিউক্লিয়াসন্দয়ের মিলনই হলো ত্রিমিলন। 

প্রশ্ন ৪. মাইটোসিস কী?

উত্তর: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয়ে সমআকৃতি ও সমগুণসম্পন্ন দুটি নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই হলো মাইটোসিস। 

প্রশ্ন ৫. এনজাইম কী?

উত্তর: যে প্রোটিন জীবদেহে অল্পমাত্রায় বিদ্যামান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার পর নিজেরা অপরিবর্তিত থাকে, সে প্রোটিনই হলো এনজাইম। 

প্রশ্ন ৬. ক্যাপসিড কী?

উত্তর: ভাইরাসে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে অবস্থিত প্রোটিন আবরণটির নামই ক্যাপসিড। 

প্রশ্ন ৭. পামেলা দশা কী?

উত্তর: অত্যন্ত শুষ্ক পরিবেশে শৈবাল মাতৃকোষের প্রোটোপ্লাস্ট বারবার বিভাজিত হয়ে পিচ্ছিল আবরণী বিশিষ্ট ফ্লাজেলাবিহীন যে অপত্য কোষের সৃষ্টি করে তাই পামেলা দশা। 

প্রশ্ন ৮. ভাইরাস কী?

উত্তর: ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অতি আণুবীক্ষণিক বস্তু যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ  সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। 

প্রশ্ন ৯. দাঁদ রোগের জীবাণুর নাম কী?

উত্তর: দাঁদ রোগের জীবাণুর নাম হলো Microsporium canis। 

প্রশ্ন ১০. টটিপোটেন্সি কী?

উত্তর: প্রতিটি সজীব উদ্ভিদ কোষের একটি পূর্ণঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাই হলো টটিপোটেন্সি। 

আরো পড়ুন>> HSC Biology 1st Paper Chapter 9th Note

অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. অন্তঃস্টিলীয় অঞ্চল বলতে কী বোঝ?

উত্তর: মূল ও কান্ডের পেরিসাইকল স্তর হতে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে অন্তঃস্টিলীয় অঞ্চল বলে। অন্তঃস্টিলীয় অঞ্চল পেরিসাইকল, ভাস্কুলার বান্ডল, মজ্জা ও মজ্জারশ্মি নিয়ে গঠিত। খাদ্য সঞ্চয়, খাদ্য ও পানি পরিবহন, দৃঢ়তা প্রদান ইত্যাদি অন্তঃস্টিলীয় অঞ্চলের টিস্যুগুচ্ছের প্রধান কাজ। 

প্রশ্ন ২. নিউক্লিওটাইড বলতে কী বোঝ?

উত্তর: নিউক্লিওসাইডের ফসফেট এস্টার হলো নিউক্লিওটাইড। এক অণু নাইট্রোজেনঘটিত ক্ষারক, এক অণু পেন্টোজ শ্যুগার এবং এক অণু ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। অনেকগুলো নিউক্লিওটাইড ফসফেট-শর্করা-ফসফেট এভাবে যুক্ত হয়ে পলিনিউ-ক্লিওটাইড গঠন করে। 

আরো পড়ুন>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট

প্রশ্ন ৩. ভাইরাসকে অকোষীয় বস্তু বলা হয় কেন?

উত্তর: ভাইরাস দেহে কোষের অপরিহার্য অঙ্গাণু, কোষপ্রাচীর, কোষঝিল্লি ও সাইটোপ্লাজম এবং বিপাকীয় এনজাইম থাকেনা তাই ভাইরাসকে অকোষীয় বস্তু বলা হয়। ভাইরাস প্রকৃতপক্ষে শুধু নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। 

>> HSC Biology 1st Paper Chapter 10th Note

>> HSC Biology 1st Paper Chapter 10th সাজেশন

>> HSC Biology 1st Paper Chapter 10th Note

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *