HSC Biology 1st Paper Chapter 10th Note

অধ্যায় পরিচিতি
উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায়-১০: উদ্ভিদ প্রজনন। আজকে উদ্ভিদ প্রজনন সাজেশন এবং নোট দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন>> hsc biology 1st paper chapter 1 notes Archives
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১. প্রোথ্যালাস কী?
উত্তর: ফার্ণের লিঙ্গধর বা গ্যামিটোফাইটিক পর্যায়ের হৃৎপিন্ডকার সবুজ উদ্ভিদ দেহই হলো প্রোথ্যালাস।
প্রশ্ন ২. ভিরিয়ন কী?
উত্তর: নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাই হলো ভিরিয়ন।
প্রশ্ন ৩. ত্রিমিলন কী?
উত্তর: একটি পুংগ্যামিটের সঙ্গে সেকেন্ডারি নিউক্লিয়াসন্দয়ের মিলনই হলো ত্রিমিলন।
প্রশ্ন ৪. মাইটোসিস কী?
উত্তর: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয়ে সমআকৃতি ও সমগুণসম্পন্ন দুটি নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই হলো মাইটোসিস।
প্রশ্ন ৫. এনজাইম কী?
উত্তর: যে প্রোটিন জীবদেহে অল্পমাত্রায় বিদ্যামান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার পর নিজেরা অপরিবর্তিত থাকে, সে প্রোটিনই হলো এনজাইম।
প্রশ্ন ৬. ক্যাপসিড কী?
উত্তর: ভাইরাসে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে অবস্থিত প্রোটিন আবরণটির নামই ক্যাপসিড।
প্রশ্ন ৭. পামেলা দশা কী?
উত্তর: অত্যন্ত শুষ্ক পরিবেশে শৈবাল মাতৃকোষের প্রোটোপ্লাস্ট বারবার বিভাজিত হয়ে পিচ্ছিল আবরণী বিশিষ্ট ফ্লাজেলাবিহীন যে অপত্য কোষের সৃষ্টি করে তাই পামেলা দশা।
প্রশ্ন ৮. ভাইরাস কী?
উত্তর: ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অতি আণুবীক্ষণিক বস্তু যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
প্রশ্ন ৯. দাঁদ রোগের জীবাণুর নাম কী?
উত্তর: দাঁদ রোগের জীবাণুর নাম হলো Microsporium canis।
প্রশ্ন ১০. টটিপোটেন্সি কী?
উত্তর: প্রতিটি সজীব উদ্ভিদ কোষের একটি পূর্ণঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাই হলো টটিপোটেন্সি।
আরো পড়ুন>> HSC Biology 1st Paper Chapter 9th Note
অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন ১. অন্তঃস্টিলীয় অঞ্চল বলতে কী বোঝ?
উত্তর: মূল ও কান্ডের পেরিসাইকল স্তর হতে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে অন্তঃস্টিলীয় অঞ্চল বলে। অন্তঃস্টিলীয় অঞ্চল পেরিসাইকল, ভাস্কুলার বান্ডল, মজ্জা ও মজ্জারশ্মি নিয়ে গঠিত। খাদ্য সঞ্চয়, খাদ্য ও পানি পরিবহন, দৃঢ়তা প্রদান ইত্যাদি অন্তঃস্টিলীয় অঞ্চলের টিস্যুগুচ্ছের প্রধান কাজ।
প্রশ্ন ২. নিউক্লিওটাইড বলতে কী বোঝ?
উত্তর: নিউক্লিওসাইডের ফসফেট এস্টার হলো নিউক্লিওটাইড। এক অণু নাইট্রোজেনঘটিত ক্ষারক, এক অণু পেন্টোজ শ্যুগার এবং এক অণু ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। অনেকগুলো নিউক্লিওটাইড ফসফেট-শর্করা-ফসফেট এভাবে যুক্ত হয়ে পলিনিউ-ক্লিওটাইড গঠন করে।
আরো পড়ুন>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট
প্রশ্ন ৩. ভাইরাসকে অকোষীয় বস্তু বলা হয় কেন?
উত্তর: ভাইরাস দেহে কোষের অপরিহার্য অঙ্গাণু, কোষপ্রাচীর, কোষঝিল্লি ও সাইটোপ্লাজম এবং বিপাকীয় এনজাইম থাকেনা তাই ভাইরাসকে অকোষীয় বস্তু বলা হয়। ভাইরাস প্রকৃতপক্ষে শুধু নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত।
>> HSC Biology 1st Paper Chapter 10th Note
>> HSC Biology 1st Paper Chapter 10th সাজেশন
>> HSC Biology 1st Paper Chapter 10th Note