HSC Biology 1st Paper Chapter 11th Note

HSC Biology 1st Paper Chapter 11th

HSC Biology 1st Paper Chapter 11th Note

HSC Biology 1st Paper Chapter 11th
HSC Biology 1st Paper Chapter 11th Note

অধ্যায় পরিচিতি

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায়- ১১: জীবপ্রযুক্তি। আজকে জীবপ্রযুক্তি সম্পর্কে সাজেশন দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন>> HSC Biology 1st Paper Chapter 10th Note

সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. প্লাজমিড কী?

উত্তর: ব্যাকটেরিয়া কোষে ক্রোমোসোম বহির্ভূত গোলাকার স্বতন্ত্র DNAই হলো প্লাজমিড।

প্রশ্ন ২. জিনোম কী?

উত্তর: একটি জীবের এক সেট ক্রোমোসোমে অবস্থিত সকল জিনসহ পূর্ণাঙ্গ DNA-ই হলো জিনোম।

প্রশ্ন ৩. এক্সপ্লান্ট কী?

উত্তর: এক্সপ্লান্ট হলো টিস্যু কালচারের উদ্দেশ্যে থেকে পৃথক করে নেয়া অংশ।

প্রশ্ন ৪. ইন্টারফেরন কী?

উত্তর: দেহের ভেতর স্বতঃস্ফূর্তভাবে তৈরি ভাইরাসজনিত আক্রমণ প্রতিরোধী প্রোটিন জাতীয় পদার্থই ইন্টারফেরন।

প্রশ্ন ৫. পপুলেশন কী?

উত্তর: একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন।

আরো পড়ুন>> এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র পঞ্চম অধ্যায় নোট

প্রশ্ন ৬. Bt বেগুন কী?

উত্তর: Bt বেগুন হলো Bacillus thuringiensis নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনে অন্তর্ভুক্ত করে উৎপন্ন একটি GM বেগুন উদ্ভিদ।

প্রশ্ন ৭. প্লাসমোডেসমাটা কী?

উত্তর: পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষপ্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের যে সুতার মতো অংশ দ্বারা পরস্পর যুক্ত থাকে, তাই হলো প্লাসমোডেসমাটা।

প্রশ্ন ৮. প্যাথোজেন কাকে বলে?

উত্তর: যেসব আণুবীক্ষণিক জীব মানুষসহ অন্যান্য প্রাণীর রোগ সৃষ্টি করে থাকে সেগুলোকে প্যাথোজেন বলে।

প্রশ্ন ৯. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

উত্তর: উন্নত বৈশিষ্ট্যের জীব তৈরির লক্ষ্যে জীবের জিনোমে নতুন জিন কম্বিনেশন তৈরির সর্বাধুনিক প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

আরো পড়ুন>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র তৃতীয় অধ্যায় নোট

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. জিনোম সিকুয়েন্সিং বলতে কী বোঝ?

উত্তর: DNA অণুর অনুদৈর্ঘ্যে ATGC বেসগুলো কোন অনুক্রমে সজ্জিত থাকে তা উদঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং। এটি আধুনিক জীবপ্রযুক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এ প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উদঘাটন করেছেন। এতে নতুন ও উন্নত প্রজাতির রোগমুক্ত পাট উৎপাদন করা সহজ হবে।

প্রশ্ন ২. টিস্যু কালচারের মাধ্যমে কি রোগমুক্ত চারা তৈরি সম্ভব?

উত্তর: টিস্যু কালচারের মাধ্যমে অবশ্যই রোগমুক্ত চারা উৎপাদন করা সম্ভব। উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। এই মেরিস্টেম সর্বদা রোগমুক্ত থাকে। টিস্যু কালচার প্রযুক্তিতে মেরিস্টেম কালচার করে রোগমুক্ত চারাগাছ তৈরি করা যায়। যেমন- টমেটো, আনারস, আলু, আখ পৃভৃতির ক্ষেত্রে মেরিস্টেম কালচার করে রোগমুক্ত সবল চারা উৎপাদন সম্ভব হয়েছে।

আরো পড়ুন>> Class 12 Biology Handwritten Notes Pdf 

প্রশ্ন ৩. হেটারোমরফিক জনুঃক্রম বলতে কী বোঝ?

উত্তর: যে জনুঃক্রমে গ্যামিটোফাইটিক পর্যায় ও স্পোরোফাইটিক পর্যায় দুটি আকার-আকৃতিতে ভিন্ন তাকে হেটারোমরফিক জনুঃক্রম বলে। যেমনঃ Pteris এর জীবনচক্রে স্পোরোফাইট পর্যায় বেশ দীর্ঘ এবং গ্যামিটোফাইট পর্যায় বেশ সংক্ষিপ্ত এবং উভয় পর্যায় আকার-আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র। এ কারণে Pteris এর জনুক্রম হেটারোমরফিক প্রকৃতির।

প্রশ্ন ৪. ভাস্কুলার বান্ডল বলতে কী বোঝ?

উত্তর: উদ্ভিদদেহের কান্ডে সাধারণত জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে  অবস্থিত থেকে এক একটি বান্ডল সৃষ্টি করে এবং মূলে জাইলেম এবং ফ্লোয়েম পৃথক ব্যাসার্ধে থেকে পৃথক বান্ডল সৃষ্টি করে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর এ বান্ডলকে ভাস্কুলার বান্ডল বলে। ভাস্কুলার বান্ডল বিভিন্ন রকম হয়। যেমন- সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক ইত্যাদি।

>> HSC Biology 1st Paper Chapter 11th Note

>> HSC Biology 1st Paper Chapter 11th সাজেশন

>> HSC Biology 1st Paper Chapter 11th Note

>> HSC Biology 1st Paper Chapter 11th Hand Note

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *