HSC Biology 1st Paper Chapter 12th Notes

অধ্যায় পরিচিতি
উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায় -১২: জীবের পরিবেশ, বিসতআর ও সংরক্ষণ। আজকে আমরা উক্ত অধ্যায়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন>> HSC Biology 1st Paper Note 12th Chapter
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
>> HSC Biology 1st Paper Chapter 12th Notes
প্রশ্ন ১. পুষ্পপুট কী?
উত্তর: একটি ফুলের বৃতি ও দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না তখন এদেরকে একত্রে বলা হয় পুষ্পপুট।
প্রশ্ন ২. লেন্টিসেল কী?
উত্তর: উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে কান্ডের কর্ক টিস্যুর স্থানে স্থানে ফেটে সৃষ্টি লেন্স আকৃতির রন্ধ্র ও এর নিচে অবস্থিত কমপ্লিমেন্টারি কোষের অঞ্চলকে একত্রে বলা হয় লেন্টিসেল।
প্রশ্ন ৩. সাভানা কী?
উত্তর: সাভানা হলো এক ধরনের বিশেষ গ্রাসল্যান্ড যেখানে মাঝে মাঝে ছোট বৃক্ষ বা ঝোপ থাকে।
প্রশ্ন ৪. জীবসম্প্রদায় কী?
উত্তর: একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলে বসবাসকারী এবং পারস্পরিক মিথস্ক্রিয়াশীল সকল জীবগোষ্ঠীই হলো সম্মিলিতভাবে জীবসম্প্রদায়।
প্রশ্ন ৫. পুষ্প প্রতীক কী?
উত্তর: যে প্রতীকের সাহায্যে কোনো পুষ্পের বিভিন্ন স্তবকের সংখ্যা, অবস্থান, তাদের বিন্যাস ইত্যাদি দেখানো হয় সেই প্রতীকই হলো পুষ্প প্রতীক।
প্রশ্ন ৬. বায়োমাস কী?
উত্তর: বায়োমাস বা জীবপিন্ড হলো কোনো একটি ইকোসিস্টেমের একটি নির্দিষ্ট সময়ে অবস্থিত সকল জৈববস্তুর মোট ভর বা পরিমাণের হিসাব।
প্রশ্ন ৭. ইনভিট্রো সংরক্ষণ কী?
উত্তর: যেসব উদ্ভিদের বীজ উৎপাদনের হার কম তাদের জার্মপ্লাজম অতি নিম্ন তাপমাত্রায় (-১৯৬ডিগ্রি সে.) তরল নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ পদ্ধতিই ইনভিট্রো সংরক্ষণ।
প্রশ্ন ৮. বায়োম কাকে বলে?
উত্তর: একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত একটি বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমই হলো বায়োস।
প্রশ্ন ৯. ক্যাস্পেরিয়ান স্ট্রিপ কী?
উত্তর: অন্তত্বকের কোষগুলোর ভেতরের প্রাচীর ফিতার ন্যায় লিগনিন ও সুবেরিনের যে আস্তরণ দিয়ে বেষ্টিত থাকে সেই আস্তরণই হলো ক্যাস্পোরিয়ান স্টিপ।
প্রশ্ন ১০. IUCN এর পূর্ণরূপ কী?
উত্তর: IUCN এর পূর্ণরূপ হলো International Union for Conservation of Natural Resources.
আরো পড়ুন>> HSC Physics 1st Paper Chapter 7 Note
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
>> HSC Biology 1st Paper Chapter 12th Notes
প্রশ্ন ১. সাফারি পার্ক বলতে কী বোঝ?
উত্তর: সাফারি পার্ক এক ধরনের সংরক্ষিত বনভূমি যেখানে বন্য প্রাণীরা প্রাকৃতিক পরিবেশে রক্ষিত থাকে, মুক্তভাবে বিচরণ করে এবং প্রজননের সুযোগ পায়। আর দর্শনার্থীরা সুরক্ষিত থাকে এবং গাড়িতে করে সেখানে ঘুরে বেড়ায়। এখানে প্রাণিগুলোর মধ্যে একটি প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। যেমন- চট্টগ্রামের ডুলাহাজরা সাফারি পার্ক, গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক।
প্রশ্ন ২. জলজ বায়োম বলতে কী বোঝ?
উত্তর: জলজ পরিবেশে একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত একটি বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমই হলো জলজ বায়োম। জলজ বায়োম মিঠা পানি ও সাগরে পৃথক পৃকতির হয়। কাজেই জলজ বায়োম দুই প্রকার যথা: মিঠাপানির বায়োম যা পৃথিবীর এক পঞ্চমাংশ এবং লবণাক্ত পানির বায়োম যা পৃথিবীর তিন চতুর্থাংশ।
প্রশ্ন ৩. এক্স-সিট্যু সংরক্ষণ বলতে কী বোঝ?
উত্তর: বায়োডাইভারসিটির উপাদানসমূহকে তাদের মূল বাসস্থান বা প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের বাইরে বাঁচিয়ে রাখাই হলো এক্স-সিট্যু সংরক্ষণ। বোটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক, ফিল্ড জিন ব্যাংক, ইনভিট্রো উপায় ইত্যাদি পদ্ধতিতে এক্স-সিট্যু সংরক্ষণ করা হয়।
আরো পড়ুন>> HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র চতুর্থ অধ্যায় নোট
প্রশ্ন ৪. ইমাস্কুলেশন বলতে কী বোঝ?
উত্তর: কোন উদ্ভিদের পুংকেশরগুলোকে বন্ধ্যাকরণ বা অকার্যকর করাকে ইমাস্কুলেশন বলে। যে পুষ্পকে মাতৃপুষ্প হিসেবে ধরা হয় তা যদি উভলিঙ্গ হয় তাহলে ইমাস্কুলেশন করা হয়। পরিপক্ব হবার আগেই পুষ্প থেকে পুংকেশর সরিয়ে ফেলাকে ইমাস্কুলেশন বলা হয়। ইমাস্কুলেশনের ফলে স্বপরাগায়ন ঘটতে পারে না।
>> HSC Biology 1st Paper Chapter 12th Notes
>> HSC Biology 1st Paper Chapter 12th সাজেশন
>> HSC Biology 1st Paper Chapter 12th Hand Note