HSC Biology 1st Paper Chapter 7 Note

HSC Biology 1st Paper Chapter 7

HSC Biology 1st Paper Chapter 7 Note

HSC Biology 1st Paper Chapter 7
HSC Biology 1st Paper Chapter 7 Note

অধ্যায় পরিচিতি

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায়- ৭: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। আজকে আমরা এই অধ্যায়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন>> HSC Physics 1st Paper Chapter 10 Note

সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

>> HSC Biology 1st Paper Chapter 7 Note

প্রশ্ন ১. ঢেঁড়স কোন গোত্রভুক্ত?

উত্তর: ঢেঁড়স Malvaceae গোত্রের অন্তর্ভূক্ত।

প্রশ্ন ২. স্টিলি কী?

উত্তর: পেরিসাইকল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশই হলো স্টিলি।

প্রশ্ন ৩. পলিস্যাকারাইড কী?

উত্তর: যে কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে অনেকগুলো মনোস্যাকারাইড একক পাওয়া যায় তাই পলিস্যাকারাইড।

প্রশ্ন ৪. জীবন্ত জীবাশ্ম কী?

উত্তর: বর্তমানকালের যে জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যর সাথে মিলসম্পন্ন তাই জীবন্ত জীবাশ্ম।

প্রশ্ন ৫. প্রোটিন কী?

উত্তর: অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে যে বৃহদাকার অণু গঠন করে তাই প্রোটিন।

প্রশ্ন ৬. ম্যালেরিয়া কী?

উত্তর: ম্যালেরিয়া হলো Plasmodium vivax নামক এক ধরনের পরজীবী দ্বারা আক্রান্ত জ্বর।

প্রশ্ন ৭. সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় কোন উদ্ভিদে?

উত্তর: সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় Cycas নামক উদ্ভিদে।

প্রশ্ন ৮. আইসোগ্যামাস কাকে বলে?

উত্তর: যখন পুং ও স্ত্রী গ্যামিটের মধ্যে বাহ্যিক ও আচরণে কোনো পার্থক্য দেখা যায় না তখন তাকে আইসোগ্যামাস বলে।

প্রশ্ন ৯. নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে?

উত্তর: ভাস্কুলার উদ্ভিদের মধ্যে যাদের ফুল হয়, কিন্তু ফল হয় না, বীজ গর্ভপত্রের ওপর অনাবৃত অবস্থায় থাকে তারাই নগ্নবীজী উদ্ভিদ।

প্রশ্ন ১০. ফটোফসফোরাইলেশন কী?

উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে ADP ও অজৈব ফসফেট এর সমন্বয়ে ATP তৈরির প্রক্রিয়াই হলো ফটোফসফোরাইলেশন।

আরো পড়ুন>> HSC Physics 1st Paper Chapter 7 Note

আরো পড়ুন>> HSC Biology 1st Paper Suggestion & Question

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

>> HSC Biology 1st Paper Chapter 7 Note

প্রশ্ন ১. কোরালয়েড মূল বলতে কী বোঝ?

উত্তর: Cycas উদ্ভিদের মূলের আকৃতি বিকৃত হয়ে সামুদ্রিক কোরালের ন্যায় যে আকার ধারণ করে সেই মূলকে কোরালয়েড মূল বলা হয়। Cycas এর প্রধান মূল বিনষ্ট হয়ে অস্থানিক মূল তৈরি হয়। এই অস্থানিক মূলের কিছু অংশ মাটির উপরিতলে এসে ক্রমাগত দ্ব্যাগ্র শাখান্বিত হতে থাকে। এরপর মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং শীর্ষ স্ফীত হয়ে কোরালের রূপ ধারণ করে।

প্রশ্ন ২. পরজীবী বলতে কী বোঝ?

উত্তর: যে জীব আজীবন বা জীবনের কোনো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহের ভেতরে বা বাইরে বাস করে পোষকের ক্ষতিসাধন করে তাকে পরজীবী বলে। যেমন: ম্যালেরিয়া জীবাণু, ইবোলা ভাইরাস ইত্যাদি।

প্রশ্ন ৩. পানির সালোকবিভাজন বলতে কী বোঝ?

উত্তর: ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় তা অচক্রীয় ফটোফসফোরাইলেশন পর্যায়ে পানির ভাঙনের ফলে সৃষ্টি হয়। পানির এরূপ ভাঙনকে পানির সালোকবিভাজন বলে। পানির সালোকবিভাজনের ফলে ফটোসিস্টেম-২ ইলেকট্রন হারায় পানি হতে ইলেকট্রন এসে তা পূরণ করে। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া চলাকালীন অব্যাহতভাবে পানি থেকে PS-ll তে ইলেকট্রন সরবরাহ হতে থাকে।

>> HSC Biology 1st Paper Chapter 7 Note

>> HSC Biology 1st Paper Chapter 7

>> HSC Biology 1st Paper Chapter 7 Note