HSC Biology 1st Paper Chapter 8 Note

HSC Biology 1st Paper Chapter 8

HSC Biology 1st Paper Chapter 8 Note

HSC Biology 1st Paper Chapter 8
HSC Biology 1st Paper Chapter 8 Note

অধ্যায় পরিচিতি

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায়-৮: এর নাম টিস্যু ও টিস্যুতন্ত্র। আজকে আমরা এই অধ্যায়ের সাজেশন নিয়ে কথা বলার চেষ্টা করব। 

আরো পড়ুন>> HSC Biology 1st Paper Chapter 7 Note

সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

>> HSC Biology 1st Paper Chapter 8

প্রশ্ন ১. পেরিসাইকল কী?

উত্তর: অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুই হলো পেরিসাইকল। 

প্রশ্ন ২. দাঁদ রোগ কী?

উত্তর: দাঁদ রোগ হলো ছত্রাকঘটিত ছোঁয়াচে চর্ম রোগ।

প্রশ্ন ৩. স্টিলি কী?

উত্তর: পেরিসাইকল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশই হলো স্টিলি। 

প্রশ্ন ৪. দ্বিনিষেক কী?

উত্তর: একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামিটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামিটের মিলন প্রক্রিয়াই হলো দ্বিনিষেক। 

প্রশ্ন ৫. ক্যাম্বিয়াম বলতে কী বোঝায়?

উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ডের জািইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত এক ধরনের ভাজক টিস্যুই হলো ক্যাম্বিয়াম। 

আরো পড়ুন>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় নোট

প্রশ্ন ৬. প্রোটোনেমা কী?

উত্তর: মস জাতীয় উদ্ভিদের স্পোর অঙ্কুরোদগমের মাধ্যমে সৃষ্ট সবুজ ক্ষুদ্রাকার শাখান্বিত দেহই প্রোটোনেমা। 

প্রশ্ন ৭. পলিরাইবোজোম কী?

উত্তর: অনেকগুলো রাইবোজোম একটি DNA সূত্রক দিয়ে সংযুক্ত থাকলে তাদের পলিরাইবোজোম বলা হয়। 

প্রশ্ন ৮. আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?

উত্তর: যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় এবং বীজ নির্দিষ্ট আবরণ দিয়ে আবৃত থাকে তাদের বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। 

প্রশ্ন ৯. সস্য টিস্যু কী?

উত্তর: উদ্ভিদের দ্বিনিষেকের সময় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণুর মিলনের ফলে সৃষ্ট ট্রিপ্লয়েড সস্য নিউক্লিয়াস বারবার বিভাজনের ও বিকাশের মাধ্যমে যে টিস্যু সৃষ্টি করে তাই সস্য টিস্যু। 

প্রশ্ন ১০. পানিরন্ধ্র কী?

উত্তর: পাতার অগ্রপ্রান্তে অবস্থিত যে ছিদ্রপথের মাধ্যমে তরল আকারে পানি নির্গত হয় ঐ ছিদ্রপথই হলো পানিররন্ধ্র। 

প্রশ্ন ১১. শ্বাসমূল কী?

উত্তর: ম্যানগ্রোভ অঞ্চলের অনেক উদ্ভিদের মূল মাটির নিচ থেকে উপরে উঠে আসে এবং শ্বাস কার্যে ভূমিকা রাখে এ ধরনের মূলই হলো শ্বাসমূল। 

অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর

>> HSC Biology 1st Paper Chapter 8

প্রশ্ন ১. মাইটোসিস ও মায়োসিস কোথায় ঘটে?

উত্তর: মাইটোসিস বহুকোষী জীবের বিভাজনক্ষম দেহকোষে ঘটে থাকে। এককোষী সূকেন্দ্রিক জীবেও মাইটোসিস ঘটে। আর উচ্চশ্রেণির ডিপ্লয়েড উদ্ভিদের জনন অঙ্গের ডিপ্লয়েড জনন মাতৃকোষে এবং নিম্নশ্রেণির হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে মায়োসিস কোষ বিভাজন সংঘটিত হয়। 

প্রশ্ন ২. গৌণ ভাজক টিস্যু বলতে কী বোঝ?

উত্তর: যে ভাজক টিস্যু কোনো স্থীয়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয়, তাকে গৌণ ভাজক টিস্যু বলা হয়। স্থীয়ী টিস্যু বিভাজন ক্ষমতা উদ্ভিদের ভ্রুণাবস্থার অনেক পরে সৃষ্টি হয়। 

আরো পড়ুন>> নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান ১ম অধ্যায় নোট

প্রশ্ন ৩. রিব ভাজক টিস্যু বলতে কী বোঝ?

উত্তর: যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো রৈখিক ভাবে এক সারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাঁজরের মতো দেখায় তাকে রিব ভাজক টিস্যু বলে। যেমন- বর্ধিষ্ণু জাইলেম ও ফ্লোয়েম টিস্যু। 

প্রশ্ন ৪. শীর্ষস্থ ভাজক টিস্যু বলতে কী বোঝ?

উত্তর: মূল, কান্ড বা এদের শাখা-প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষস্থ ভাজক টিস্যু বলা হয়। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমেই এসব অঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরা প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে থাকে। পুষ্পক উদ্ভিদে শীর্ষস্থ ভাজক টিস্যু একাধিক কোষ দিয়ে গঠিত।

>> HSC Biology 1st Paper Chapter 8

>> HSC Biology 1st Paper Chapter 8 হ্যান্ড নোট

>> HSC Biology 1st Paper Chapter 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *