HSC Biology 1st Paper Chapter 9th Note

অধ্যায় পরিচিতি
উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায়-৯ এর নাম উদ্ভিদ শারীরতত্ত্ব। আজকে আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা বা সাজেশন দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন>> এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় নোট
সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন. কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তর: কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম হলো- Vibrio cholerae।
প্রশ্ন. বায়োম কী?
উত্তর: একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত একটি বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমই হলো বায়োম।
প্রশ্ন. প্রস্বেদন কী?
উত্তর: যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাই প্রস্বেদন।
প্রশ্ন. ক্যালভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থের নাম কী?
উত্তর: ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো তিন কার্বনবিশিষ্ট ৩- ফসফোগ্লিসারিক অ্যাসিড।
প্রশ্ন. ইন্টারফেরন কী?
উত্তর: ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজনসম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়।
আরো পড়ুন>> HSC Biology 1st Paper Chapter 9th Note
প্রশ্ন. লিপিড কী?
উত্তর: কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহজাতীয় পদার্থই হলো লিপিড।
প্রশ্ন. প্লাজমোলাইসিস কী?
উত্তর: বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোষের পানি বেরিয়ে যাওয়ার ফলে প্রোটোপ্লাজমের সংকোচনই হলো প্লাজমোলাইসিস।
প্রশ্ন. দ্বিনিষেক কী?
উত্তর: একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামিটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামিটের মিলনই দ্বিনিষেক।
অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর
>> HSC Biology 1st Paper Chapter 9th Note
প্রশ্ন. সাইটোপ্লাজমিক শ্বসন বলতে কী বোঝ?
উত্তর: শ্বসনের যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে সাইটোপ্লাজমিক শ্বসন বলে। এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না এবং প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। সাইটোপ্লাজমিক শ্বসন সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম ধাপ।
প্রশ্ন. লিমিটিং ফ্যাক্টর বলতে কী বোঝ?
উত্তর: সালোকসংশ্লেষণ যেকোন নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি ফ্যাক্টর দ্বারা সীমাবদ্ধ হয়। অর্থাৎ সালোকসংশ্লেষণের হার একটি নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক। ফ্যাক্টরটির পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণের হার বাড়ে এবং কমলে হার কমে। একেই লিমিটিং ফ্যাক্টর বলে।
আরো পড়ুন>> জীববিজ্ঞান প্রথম পত্র সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
প্রশ্ন. মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেনো?
উত্তর: কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এই শক্তি উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। এজন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়।
2 Comments on “HSC Biology 1st Paper Chapter 9th Note”