এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন
শুরু হয়ে গেছে এসএসসি পরিক্ষা। প্রথমেই বাংলা ১ম পত্র পরীক্ষা। তাইতো আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্র সাজেশন নিয়ে চলে এসেছি।

বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন। এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।
মঙ্গলবার এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন।
আরো পড়ুন>> এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি
তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন। আর ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মোট ১৭ হাজার ৭৮৬টি স্কুল থেকে এসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবেন।
তারা ২ হাজার ২৪৪টি কেন্দ্র থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন।চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেবেন ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী।
এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন। আর ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন। এবার ৯ হাজার ৮৫টি মাদরাসা থেকে পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশ নেবেন। মোট ৭১৬টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন>> HSC জীববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সাজেশন
যে সকল বিষয় গুলো ভালো করে পড়তে হবে
১. মূল পাঠ
২. শব্দার্থ
৩. পাঠ পরিচিতি
৪. লেখক পরিচিতি (রবিন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম) বার্ধতামূলক।
সৃজনশীল প্রশ্নের নমুনা
ক অংশ-গদ্য থেকে ৪টি প্রশ্ন আসবে।
খ অংশ-পদ্য থেকে ৩টি প্রশ্ন আসবে।
গ অংশ-উপন্যাস থেকে দুটি প্রশ্ন আসবে।
গ অংশ-নাটক থেকে দুটি প্রশ্ন আসবে।
গদ্য ও পদ্য থেকে কমপক্ষে দুটি করে এবং নাটক ও উপন্যাস থেকে কমপক্ষে একটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।
আরো পড়ুন>> জীববিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় অধ্যায় সাজেশন
ক অংশ- গদ্যাংশঃ
ঢাকা বোর্ড
১. সুভা।
২. বইপড়া।
৩. আম আঁটির ভেপু।
৪. শিক্ষা ও মনুষ্যত্ব।
৫. একাত্তরের দিনগুলি।
রাজশাহী বোর্ড
১. বই পড়া ।
২. মানুুুুুুুুুুুুুুুুুুুষ মহাম্মাদ (স)।
৩. একাত্তরের দিনগুলি।
৪. নিমগাছ।
৫. শিক্ষা ও মনুষ্যত্ব।
যশোর বোর্ড
১. সুভা।
২. মানুষ মহাম্মাদ (সা)
৩. মমতাদি।
৪. একাত্তরের দিনগুলি।
৫. শিক্ষা ও মনুষ্যত্ব।
কুমিল্লাহ বোর্ড
১. সুভা।
২. বইপড়া।
৩. মমতাদি।
৪. একাত্তরের দিনগুলি।
৫. শিক্ষা ও মনুষ্যত্ব।
চট্টগ্রাম বোর্ড
১. সুভা।
২. মানুষ মহাম্মাদ (সা)।
৩. প্রবাস বন্ধু।
৪. একাত্তারের দিনগুলি।
৫. শিক্ষা ও মনুষ্যত্ব।
সিলেট বোর্ড
১. সুভা।
২. বইপড়া।
৩. মানুষ মহাম্মাদ (সা)।
৪. প্রবাস বন্ধু।
৫. শিক্ষা ও মনুষ্যত্ব।
বরিশাল বোর্ড
১. সুভা।
২. প্রবাস বন্ধু।
৩. মমতাদি।
৪. একাত্তরের দিনগুলি।
৫. শিক্ষা ও মনুষ্যত্ব।
দিনাজপুর বোর্ড
১. সুভা।
২. মানুষ মহাম্মাদ (সা)।
৩. নিমগাছ।
৪. মমতাদি।
৫. একাত্তরের দিনগুলি।
ময়মনসিংহ বোর্ড
১. সুভা।
২. বইপড়া।
৩. নিমগাছ।
৪. একাত্তরের দিনগুলি।
৫. শিক্ষা ও মনুষ্যত্ব।
খ অংশ পদ্যাংশ
ঢাকা/ যশোর/ দিনাজপুর/ ময়মনসিংহ বোর্ড
১. কপতক্ষ নদ।
২. সেই দনি এই মাঠ।
৩. আমার পরিচয়।
৪. মানুষ।
৫. স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো।
৬. বঙ্গবানী।
>> এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন
কুমিল্লাহ বোর্ড
১. জীবন সঙ্গী।
২. মানুষ।
৩. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা।
৪. রানার।
৫. বঙ্গবানী।
৬. আমার পরিচয়।
>> এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন
চট্টগ্রাম বোর্ড
১. কপোতক্ষ নদ।
২. সেই দিন এই মাঠ।
৩. রানার।
৪. পল্লীজননী।
৫. আমার পরিচয়।
৬. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা।
রাজশাহী বোর্ড
১. কপোতক্ষ নদ।
২. জীবন সংগীত।
৩. পল্লীজননী।
৪. আমার পরিচয়।
৫. তোমাকে পাওয়া জন্য হে স্বাধীনতা।
>> এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন
বরিশাল বোর্ড
১. জীবন সংগীত।
২. পল্লীজননী।
৩. আমার পরিচয়।
৪. রানার।
৫. স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো।
৬. বঙ্গবানী।
4 Comments on “এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন”