SSC Bangla 2nd Paper Suggestion MCQ
প্রিয় এসএসসি শিক্ষার্থীরা। শুরু হয়ে গেছে এসএসসি পরীক্ষা। আজকে আমি এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন>> এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন

এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৩০টি। নিচে কিছু গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো। আসা করি সকল ছাত্রছাত্রীদের উপকারে আসবে।
আরো পড়ুন>> এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন
এসএসসি বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন
প্রশ্ন ১. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয়?
(ক) গণ, বর্গ (খ) বৃন্দ, মন্ডলী (গ) কুল, সমূহ (ঘ) রা, এরা
উত্তরঃ কুল, সমূহ।
প্রশ্ন ২. পদাশ্রিত নির্দেশকের ব্যবহারে নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়?
(ক) উৎকৃষ্ট (খ) সুনির্দিষ্ট (গ) নির্দিষ্ট (ঘ) অস্পষ্ট
উত্তরঃ সুনিদিষ্ট।
প্রশ্ন ৩. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস নয়?
(ক) তুষারশুভ্র (খ) পুরুষসিংহ (গ) মনমাঝি(ঘ) মুখচন্দ্র
উত্তরঃ মনমাঝি।
[বিদ্র: প্রশ্নটি ত্রুটিপূর্ণ। সঠিক উত্তর হবে ক ও গ]
প্রশ্ন ৪. ‘গরমিল’ শব্দটিতে ‘গর’ কোন উপসর্গ?
(ক) বাংলা (খ) ফারসি (গ) আরবি (ঘ) তৎসম
উত্তরঃ আরবি।
প্রশ্ন ৫. ‘মহাযাত্রা’ এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
(ক) মহাসমারোহে যাত্রা (খ) বিরাট আকারের যাত্রা (গ) মৃত্যুযাত্রা (ঘ) জাঁকজমকপূর্ণ যাত্রা
উত্তরঃ মৃত্যুযাত্রা।
প্রশ্ন ৬. ‘ভোজন’ কোন প্রকারের বিশেষ্য?
(ক) গুণবাচক (খ) ভাববাচক (গ) সমষ্টিবাচক (ঘ) বস্তুবাচক
উত্তরঃ ভাববাচক।
প্রশ্ন ৭. সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো?
(ক) সব, সকল, ভাবৎ (খ) এরা, ইহারা, ইনি (গ) নিজে, খোদ, আপনি (ঘ) কেনে, কেহ, কেউ
উত্তরঃ এরা, ইহারা, ইনি।
প্রশ্ন ৮. নিচের কোন বাক্যটি অব্যয়ের বিশেষণ?
(ক) ধীরে ধীরে বায়ু বয় (খ) এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত (গ) ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন (ঘ) রকেট অতি দ্রুত চলে
উত্তর: ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন।
প্রশ্ন ৯. ক্রিয়ার ভাব কয় প্রকার? (ক) পাঁচ (খ) চার (গ) তিন (ঘ) দুই
উত্তরঃ চার।
প্রশ্ন ১০. ‘আমার দরখাস্তটা পড়ুন’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
(ক) প্রার্থনা (খ) অনুরোধ (গ) আদেশ (ঘ) উপদেশ
উত্তরঃ প্রার্থনা।
আরো পড়ুন>> এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি/MCQ সাজেশন
প্রশ্ন ১১. ‘নদীতে পানি আছে’ — ‘নদীতে’ কোন কারক?
(ক) ঐক্যদেশিক অধিকরণ (খ) বৈষ্যয়িকঅধিকরণ (গ) অভিব্যাপক অধিকরণ (ঘ) কালধিকরণ
উত্তরঃ অভিব্যাপক অধিকরণ।
প্রশ্ন ১২. ‘তোমার তরে তরে এনেছি মালা গাঁথিয়া’ — এখানে ‘তরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
(ক) মত (খ) মধ্যে (গ) নিকট (ঘ) নিমিত
উত্তরঃ নিমিত।
প্রশ্ন ১৩. বাক্যে কারক-বিভক্তিযুক্ত পদ কোথায় বসে?
(ক) প্রথমে (খ) বিশেষ্যের পূর্বে (গ) শেষে (ঘ) বিশেষণের আগে
উত্তরঃ বিশেষণের আগে।
প্রশ্ন ১৪. ‘অনুভূতি’ বোঝাতে কোন বাক্যে অবায়ের দ্বিরুক্তি হয়েছে?
(ক) আমি জ্বর বোধ করছি (খ) ভালো ভালো আম নিয়ে এসো (গ) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো (ঘ) ফোঁড়টা টনটন করছে
উত্তরঃ ফোঁড়টা টনটন করছে।
প্রশ্ন ১৫. ‘দ্বিতীয় লোকটিকে ডাক’ এ বাক্যে ‘দ্বিতীিয়’ কোন ধরনের সংখ্যা?
(ক) ক্রমবাচক (খ)তারিখবাচক (গ) গণনাবাচক (ঘ) অঙ্কবাচক
উত্তরঃ ক্রমবাচক।
>> SSC Bangla 2nd Paper Suggestion MCQ
এই ছিলো আমাদের আজকের এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের ১৫টি গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করি এই ১৫টি প্রশ্ন এসএসসি ছাত্রছাত্রীদের উপকারে আসবে।
>> Bangla 2nd Paper Suggestion MCQ
>> এসএসসি Bangla 2nd Paper Suggestion MCQ
2 Comments on “SSC Bangla 2nd Paper Suggestion MCQ”